২০২৫ সালের ৯ এপ্রিল শনির উদয়ের প্রভাব ৫ রাশির জন্য বিশেষভাবে ইতিবাচক হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মের ফল দাতা শনি এই রাশির জাতকদের আড়াই বছর পর তাদের প্রচেষ্টার যথাযথ ফল দেবেন এবং তাদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন। আসুন জেনে নিই, এই ৫ রাশি সম্পর্কে।