দুই ট্রেনি নার্সের শ্লীলতাহানির অভিযোগে সরকারি হাসপাতালের এক কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনা আলিপুরদুয়ার জেলা হাসপাতালের। সুপারের করা অভিযোগের ভিত্তিতে রানা মালাকার নামে এক পুরুষ নার্সকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওই হাসপাতালে কর্মরত ট্রেনি নার্সদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ছিলেন ওই ২ ট্রেনি নার্স। তখন মত্ত অবস্থায় সেখানে আসেন পুরুষ নার্স রানা মালাকার। ২ ট্রেনি মহিলা নার্সের সঙ্গে দুর্ব্যবহার করেন তিনি। তাঁদের অশালীনভাবে স্পর্শ করার চেষ্টা করেন। রবিবার প্রজাতন্ত্র দিবস থাকায় বিষয়টি নিয়ে তেমন শোরগোল হয়নি। সোমবার বিষয়টি হাসপাতালের নার্সিং ইন্সটিটিউদের প্রধান দীপ্তি কর চৌধুরীকে জানান ২ ছাত্রী। তিনি হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডলের সঙ্গে যোগাযোগ করেন। হাসপাতালের সুপার বিষয়টি জানান CMOH সুমিত গঙ্গোপাধ্যায়কে। খবর পেয়ে তিনি হাসপাতালে পৌঁছন। হাসপাতালে ছুটে আসেন ২ নির্যাতিতার অভিভাবকরা। হাসপাতালে বৈঠকে বসে কর্তৃপক্ষ। সেখানে অভিযুক্তের গ্রেফতারির দাবি তোলেন দীপ্তিদেবী। এর পর সুপার পরিতোষমণ্ডলকে রানা মালাকারের বিরুদ্ধে থানায় FIR দায়েরের নির্দেশ দেন CMOH. নির্দেশ পেয়ে আলিপুরদুয়ার থানায় অভিযোগ দায়ের করেন হাসপাতালের সুপার। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।হাসপাতালের কর্মীদের দাবি, অভিযুক্ত প্রায়শই মত্ত অবস্থায় হাসপাতালে আসত। কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করত সে। মহিলা কর্মীদের সঙ্গে এর আগেও অশালীন আচরণ করেছে রানা। কিন্তু ঝামেলা এড়াতে কেউ অভিযোগ করেননি। কিন্তু আরজি কর কাণ্ডের পর কর্মক্ষেত্রে যৌন হেনস্থার প্রতিবাদ করতে মেয়েরা শিখে গিয়েছে। পুলিশও বুঝে গিয়েছে এসব ব্যাপারে আর গাফিলতি করা যাবে না। সেই দৃঢ়তাতেই এই গ্রেফতারি।