আজ, শুক্রবার মালদার তৃণমূল নেতা তথা 𒅌ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ডি–কোম্পানী থেকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আবার বাড়িতে ঢুকে তৃণমূল কংগ্রেসের যুবনেতাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতীরা বলে অভিযোগ। এমনকী ওই যুবনেতার পরিবারের সদস্যদের উপরেও চলে হামলা। আর তার জেরে আশঙ্কাজনক অবস্থায় ওই যুবনেতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে উত্তর ২৪ পরগন🅠ার বসিরহাটে।
যদিও এই হামলার ঘটনা ঘটে 🎃মাঝরাতে।♐ তখন প্রায় ঘড়িতে ২টো বাজে। ওই ঘটনা আজ সকাল থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে। আজ বিকেলে চায়ের দোকান থেকে শুরু করে মুদির দোকানে এই আলোচনাই চলছে। এলাকায় আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। পুলিশ লিখিত অভিযোগ পাওয়ার পর এই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অবৈধভাবে জমি দখলের প্রতিবাদ কিছুদিন আগে করেছিলেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা। তাই কি এই আক্রমণ? প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন: ভাষা দিবসে শূন্য নো ম্যানস ল্যান্ড, হল না যৌথ উৎসব, ভারাক্রান্ত হৃদয়ে ফিরলেন সাংসদ
পুলিশ সূত্রে খবর, বসিরহাট এক নম্বর ব্লকের সাকচুড়া বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের বাঁশঝাড়ি এলাকার যুব তৃণমূল কংগ্রেস নেতা আবদুল কাদের মোল্লা। স্ত্রী, মা এবং ৬ বছরের সন্তানকে নিয়ে এখানেই থাকেন। মাঝরাতে ১০–১২ জন দুষ্কৃতী তাঁর বাড়িতে হামলা করে বলে অভিযোগ। বাড়িতে ঢুকে আবদুল কাদের মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। বেধড়ক মারধর করে বাড়ির সদস্যদের। যেহেতু তাঁরা আবদুলকে বাঁচাতে এসেছিলেন। মারধর করার জেরে চিৎকার করতে থাকলে আশপাশের প্রতিবেশীরা সেখানে ছুটে আ🔯সেন। তখন দুষ্কৃতীরা গুলি চালায়। মোট পাঁচ রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয়।