চিকিৎসকদের সম্মেলনে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমত🔯া বন্দ্যোপাধ্যায় ডাক্তারদের বেতন বৃদ্ধি করে দিয়েছেন। যা নিয়ে চিকিৎসকদের মধ্যে খুশির হাওয়া বইতে শুরু করেছে। এই বেতন বৃদ্ধির ফলে চিকিৎসকদের ক্ষোভ প্রশমিত হয়ে যাবে। তাঁরা আন্দোলনে যাবেন না। এটা আসলে তাঁদের ঘুষ দেওয়া হয়েছে বলে বেলাগাম মন্তব্য করলেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। আর এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে উঠেছে। এই বেতন বৃদ্ধির প্রভাব যে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পড়বে সেটা ভালরকম বুঝতে পেরেছেন দিলীপ ঘোষ। তার প্রেক্ষিতেই এমন মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে এই🅰 মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে।
এদিকে ইন্টার্নরা বেতন বৃদ্ধির পরে পাবেন ৪২ হাজার টাকা, হাউসস্টাফরা পাবেন ৫৯ হাজার টাকা, পিজিটি প্রায় ৬৫ হাজার টাকা পাবেন, ডিএনবি পাবে মাসিক ৬৭ হাজার টাকা বে🧸তন, পিডিটি যাঁরা তাঁরা পাবেন প্রায় ৭৬ হাজার টাকা, এসআর (নন–বন্ডেড) যাঁরা তাঁরা পাবেন ৮৪ হাজার টাকা, এসআর (বন্ডেড) যাঁরা তাঁরা মাসিক বেতন পাবেন প্রায় ৯০ হাজার টাকা। তবে সুপার স্পেশালিটি এসআর যাঁরা তাঁরা পাবেন ১ লক্ষ টাকা। এগুলি মাসিক বেতন বেড়ে হয়েছে। এটা নিয়েই এবার বিজেপি নেতা দিলীপ༺ ঘোষ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারেন না মানুষদের ঘুষ দেওয়া ছাড়া। তিনি ভাবেন তাঁর রাজনীতিতে ডাক্তারদের বেতন বাড়িয়ে দিলে ডাক্তাররা চুপ হয়ে থাকবে। আন্দোলন না করার জন্য ডাক্তারদের ঘুষ দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: নার্সিং কোচিং সেন্টারে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার, পরকীয়ার জেরে কি খুন? তদন্তে পুলিশ