ফাঁকা বাড়িতে ৯♈ বছরের নাতনির শ্লীলতাহানির অভিযোগ উঠল ঠাকুরদার বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক দাদু। ঘটনা বারাসত পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের মালিরবাগানের। এই ঘটনা🔥য় দাদুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা।
আরও পড়ুন - বেল্ট দিয়ে মারধর ওসির, গায়ে দেওয়া হয় মোমবাত🌠ির ছ্যাঁকা, গুরুতর অভিযোগ AIDSO-র
পড়তে থাকুন - 'স্কুলে ঝাঁট দিতে হ🎃য় পড়ুয়াদেরই', ‘তৃণমূল নেতা’ প্রধাꦐন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
জানা গিয়েছে, মালির বাগানে স♉পরিবারে বাস করেন ওই বৃদ্ধ। নাবালিকার মা প্রতিদিন সকালে কাজে চলে যান। দিদা গিয়েছিলেন লক্ষ্মীর ভাণ্ডার আনতে ‘পার্টি অফিসে’। অভিযোগ, ফাঁকা বাড়িতে ৯ বছরের নাতনির শ্লীলতাহানি করেন বৃদ্ধ। বিকেলে মা ফিরলে তাকে সব কিছু খুলে বলে মেয়ে। তার পর থেকেই বেপাত্তা অভিযুক্ত ঠাকুরদা। ওদিকে বারাসত থানায় গিয়ে বৃদ্ধের বিরুদ্ধে অভিযোগ করেন বউমা।
নাবালিকার বাবা বলেন,ꦿ আমার মেয়ের সঙ্গে অভব্য আচরণ করেছে বলে মেয়ে তার মাকে জানিয়েছে। বাবা এরকম ম♌াঝেমাঝেই ওকে আদর করে।
আরও পড়ুন - ভোটমুখী বাংলায় বিজেপির রাশ থাকছে শাহের হাতেই? চলতি মাসেইꦐ আসতে পারেন বঙ্গ সফরে!
নাবালিকার ঠাকুমা বলেন, আমি তো বাড়িতে ছিলাম না। নাতনি বলছে তার সঙ্গে অসভ্যতা করেছে। দোষ কর🎀লে শাস্তি হোক। ওদিকে নাবালিকার মাসির দাবি, নাবালিকাকে নগ্ন করে তার দেহে চুমু খেয়েছেন বৃদ্ধ।
ঘটনা প্রকাশ্যে আসার পর বৃদ্ধের শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। অভিযোগ পেয়ে বৃদ্ধের সন্ধানে নেমেছে প🦩ুলিশ।