টয়ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ছাত্রীর। সোমবার কার্শিয়ংয়ের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ছাত্রী মকাইবাড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। এই ঘটনার জন্য টয়ট্রেনের চালকের ভুলকে দায়ী করছেন স্থানীয়রা।জানা গিয়েছে, রোশনি রাই নামে ওই ছাত্র সোমবার দিদির সঙ্গে কার্শিয়ংয়ে কেনাকাটা করতে এসেছিল। বাড়ি ফেরার সময় দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়িগামী টয় ট্রেন তাকে ধাক্কা মারে। বেশ কিছুটা টেনে নিয়ে যায় ছাত্রীকে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে কার্শিংয় মহকুমা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখান থেকে তাকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয়। সেখানে তার মৃত্যু হয়। জানা গিয়েছে, ছাত্রীটির শরীরের নীচের অংশে গুরুতর চোট লেগেছিল।এই ঘটনায় টয়ট্রেনের চালককে দায়ী করছেন স্থানীয়রা। তাদের দাবি, অত্যন্ত ব্যস্ত ওই জায়গায় টয়ট্রেনের যে গতি থাকার কথা এদিন গতি তার থেকে অনেক বেশি ছিল। টয়ট্রেন চালক হর্ন বাজাননি। যার ফলে দুর্ঘটনা ঘটেছে।