যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছা🧔ত্রের ওপর দিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে ডাকা SFIএর ছাত্র ধর্মঘটের শুরুতেই মেদিনীপুর কলেজে ছড়াল উত্তেজনা। ক্যাম্পাসের ভিতরেই তুমুল সংঘর্ষে জড়♚াল SFI ও TMCP. এই ঘটনায় ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে TMCPর বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন - ব্রাত্য বসুর গাড়ির তলায় 'চ𓄧াপা পড়া' ইন্দ্রানুজে💧র নামে ৩ FIR, অভিযোগ কী কী?
পড়তে থাকুন - 'হিন্দু ধর্মকে শেষ করতে পারবে🙈ন না,' ঔরঙཧ্গজেবের কথা টেনে মমতাকে আক্রমণ হিমন্তের
সোমবার সকাল থেকে মেদিনীপুর কলেজের সামনে ছাত্র ধর্মঘটের সমর্থনে পিকেটিং শুরু করে SFI. অভিযোগ, তখন বেশ কিছু বহিরাগতকে নিয়ে কলেজে পৌঁছয় TMCP ইউনিটের সদস্যরা। SFI সমর্থকদের ব্যাপক মারধর শুরু করে তারা। তৃণমূলের গুন্ডাদের মারে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রতিরোধ গড়ে তোলেন SFI সমর্থকরা। ফলে পরিস্থিতি আরও✃ গুরুতর আকার নেয়। এমনকী ছাত্রীদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এরই মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোতয়ালি থানার পুলিশ। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন - ‘খুব ভালো অনুভূতি হয়েছে কুম্ভে,’ খোলাখুলি আর কী জানালেন তৃণমূলের 'সনাℱতনী' সুজাতা