হাতে আর দু’দিন। ৩ মার্চ থেকেই শুরু হয়ে যাবে রাজ্যজুড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা। যা নিয়ে এখন জোরদার প্রস্তুতি চালাচ্ছে পড়ুয়ারা। ৩ তারিখ সকাল থেকেই বেরিয়ে পড়তে হবে বাড়ি থেকে। বাস–ট্রেন ধরে পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ🀅্রে। তাড়াতাড়ি পৌঁছনো নিয়ে একটা টেনশন তো থাকছেই পরীক্ষার্থীদের মনে💦। এই আবহে পরীক্ষার্থীদের সুবিধায় আগামী ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত বিশেষ করে পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্য পরিবহণ নিগম। ইতিমধ্যেই পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সেই নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
সরকারি বাস পরিষেবা যাতে বাড়িয়ে দেওয়া হয় সেটা সমস্ত ডিপোকে জানানো হয়েছে। কদিন আগেই শহরে বাস পরিষেবা কম দেখে ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী ধমক দিয়েছিলেন পরিবহণ মন্ত্রীকে। সাইলেন্ট ডিপার্টমেন্ট বলে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন। তারপর থেকেই তৎপর হয়ে ওঠে পরিবহণ দফতর। বইমেলাতেও বাসের সংখ্যা 🐈ব্যাপক বাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার পরীক্ষার সূচি মেনে ৩ তারিখ থেকে ৮ মার্ꦐচ, ১০ থেকে ১৩ মার্চ, ১৭–১৮ মার্চ বাসের বাড়তি পরিষেবা মিলবে বলে নবান্ন সূত্রে খবর। সকাল ৭টা ৪৫ মিনিট এবং ৮টা ১৫ মিনিট এই দুটি সময়ে নানা গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়বে। আবার পরীক্ষা শেষে দুপুর ১টা ১৫ এবং ১টা ৪৫ মিনিটে একইরকম বাস পরিষেবা মিলবে।
আরও পড়ুন: দিঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করলেন পুরীর মহারাজ, ঝড়ের গতিতে উদ্বোধনের কাজ চলছে
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে পরীক্ষার সময় অসুবিধায় না পড়ে তার জন্য রাজ্য পরিবহণ নিগমের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে সূচি। আর সেই সূচি অনুযায়ী, বালিগঞ্জ স্টেশন থেকে এসপ্লানেড রুটে দু’টি বাস চলবে। আর ডানলপ থেকে বালিগঞ্জ রুটে একটি বাস চলবে। ঠাকুরপুকুর থেকে শিয়ালদা রুটে একটি বিশেষ বাস। আর নিউ টাউন থেকে শিয়ালদা রুটে চলবে দু’টি বিশেষ বাস। ঠাকুরপুকুর থেকে হাওড়া স্টেশন রুটে দু’টি, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর রুটে একটি বাস বিশেষ বাস চালানো হবে। এই পরিষেবার পাশাপাশি গড়িয়া থেকে হাওড়া এস–৫ রুটে এবং টালিগঞ্জ হয়ে এস–৭ রুটে দু’টি করে বিশেষ বাস মিলবে। হাওড়া থেকে সরশুনা এবং যাদবপুরের মধ্যেও পৃথক রুটে বাস চলবে। কাঁকুড়গাছি থেকে বেহালার মধ্যে দু’টি বিশেষ বাস চলবে। ব্যারাকপুর টু হাওড়া স্টেশন এবং দমদম বিমানবন্দর টু এসপ্লানেড রুটের মধ্যে🌞ও বাস পরিষেবা চলবে।
তবে এখানেই শেষ নয়, বাসের পাশাপাশি ট্রামও চালানো হবে। একাধিক টার্মিনাস থেকে বাস যেমন চলবে তেমন ট্রামও চলবে। শহর থেকে যে ট্রাম উঠে যাচ্ছে না সেটা এই পদক্ষেপে প্রমাণ হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে ভোর ৫টা থেকে সকাল ১০টা এবং দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাসের পরিষেবা স্বাভাবিক রাখা হবে। সকাল থেকে ট্রামও চলবে। ছোট রুটে যেতে ট্রামে করে যাওয়া যাবে। উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বাসের কর্মীদের ছুটি না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই বাসগুলিতে পরীক্ষার্থীদের জন্য ‘পরীক্ষা স্পেশ্যাল’ ব🥂োর্ড লাগানো থাকবে। ওই সব বাসে পরীক্♕ষার্থী এবং তাদের অভিভাবকরা যেতে পারবেন।