তৃণমূলের বিরুদ্ধে নির্লজ্জ মুসলিম তোষণের অভিযোগ তুলে রাজ্যে NRC করার দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় নিজের দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, ‘সারা বিশ্বে NRC হলে পশ্চিমবঙ্গে হবে না কেন? আমরাই দেশে 👍প্রথম NRC করার দাবি জানাব।’
এদিন তৃণমূলের বির▨ুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ তুলে শুভেন্দুবাবু বলেন, ‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, কোনও জায়গায় ৫ জন, ১০ জন, ২০ জন, ৫০ জন নমাজ পড়লেই সেই জায়গাটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে।’ বিধানসভায় ওয়াকফ সংশোধনী বিলের বিরোধিতায় প্রস্তাব পেশের অধিকার নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, ওয়াকফ সংশোধনী বিল পাশ করাতে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা দরকার🃏। বিলের খসড়ায় স্পষ্ট লেখা আছে।এটা একটা সাধারণ বিল, এটা কোনও সংবিধান সংশোধনী বিল নয় যে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে।
এর পর শুভেন্দুবাবু বলেন, ‘এই বিলও পাশ হবে। দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। CAA হয়েছে। কার෴্যকরও হয়েছে। ৩৭০ ধারা বাতিল হয়েছে। কাশ্মীরে ভোট হয়েছে। তিন তালাক বাতিল হয়েছে, পার্ক সার্কাস ময়দানে এই সিদ্দিকুল্লাহরা মুসলিম পা𓃲র্সোন্যাল ল’ বোর্ডকে নিয়ে মিটিং করেছিল। আটকাতে পারেনি।’
শুভেন্দুবাবু বলেন, ‘বিধানসভা থেকে দিল্লির সরকারকে সনাতন বোর্ড তৈরির আবেদন জানানো উচিত। লভ জিহাদের বিরুদ্ধে, জনসংখ্যা নিয়ন্ত⛦্রণ ও ধর্মান্তরণের বিরুদ্ধে ব♛িল আনা উচিত।’
এর পরই শুভেন্দুবাবু দাবি করেন, ‘গোটা পৃথিবীতে NRC আছে, আমাদের দেশেও শ্যামাপ্💧রসাদ মুখোপাধ্যায়ের মাটি পশ্চিমবঙ্গ থেকে আওয়াজ উঠবে, উই ওয়ান্ট NRC. NRC হলে রোহিঙ্গাগুলো থাকতে পারবে না। এটা হিন্দু - মুসলমানের বিষয় নয়। এটা ভারতীয়দের নিজস্ব বিষয়।’