শীত–গ্রীষ্ম কিংবা বর্ষা, সুযোগ পেলেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলে বাঙালি। আর তা করতে গিয়ে মন সাত সমুদ্র তেরো নদীর পাড়ে হারিয়ে যায়। তবে নানা কারণে ভ্রমণপিপাসু মনকে দমন করতে হয়। তার মধ্যে অন্যতম কারণ হল ‘সময়’। দূরে কোথাও ঘুরতে য🐻েতে গেলে যাওয়া–আসা করতেই অর্ধেক ‘সময়’ কেটে যায়। আবার এত লম্বা ছুটি পাওয়া মুশকিল। তবে এখন কম সময়ে বিদেশ যাওয়া যাবে। তার জন্য কলকাতা থেকে সরাসরি বিমান রয়েছে। ‘সময়’ কম লাগে। কোথাও সময় লাগে আড়াই ঘণ্টা, কোথাও আবার চার ঘণ্টা। তবে এবার সময়ের জন্য বিদেশ যাওয়ার ইচ্ছাকে মেরে ফেলতে হবে না।
আগামী ২ ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর তারিখ থেকে কলকাতা থেকে সরাসরি বিদেশ যাওয়ার বিমান চালু হচ্ছে। যা মুহূর্তের মধ্যে পৌঁছে দেবে ফ্রায়া নদীর তীরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে। ভ্রমণপিপাসুদের কাছে ব্যাংকক একটা স্বপ্নের শহর। বিদেশ হলেও কলকাতা থেকে বিমানে করে ব্যাংককে পৌঁছতে সময় লাগে মাত্র আড়াই ঘণ্টা। কলকাতা থেকে সরাসরি বিমানে করে নেমে পড়বেন ব্যাংককের সু🀅বর্ণভূমি বিমানবন্দরে। তারপর গ্র্যান্ড প্যালেস, লুম্ফিনি পার্ক, সাফারি ওয়ার্ল্ড আর সমুদ্রসৈকতে কটি দিন ঘোরের মধ্যেই কেটে যাবে।
আরও পড়ুন: স্ত্রীর দ্বিতীয় স্বামীর গলার নলি কেটে খুন, পাশেই ঘুমাচ্ছিলেন স্ত্রী, শিউরে উঠল পটাশপুর
এই পরিস্থিতিতে সময়ও লাগবে কম। আর মনের মতো করে ঘোরাও যাবে। এটাই এখন সম্ভব হতে চলেছে। আগামী ১৬ ডিসেম্বর কলকাতা থেকে ব্যাংকক সরাসরি বিমান ছাড়বে। সপ্তাহে চারদিন—সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার থাই লায়ন এয়ার এই পরিষেবা নিয়ে আসছে। এটা যত বেশি মানুষ চড়বে তত পরিষেবা বাড়ানো হবে বলে জানানো হয়েছে। আগে ভেঙে যাত্রা করতে হতো। তাতে খরচও পড়ত বেশি। এবার থেক🌳ে সেসব করতে হবে না। বরং সময় বাঁচানো সম্ভব হবে।