প্রথমে ছিলেন সিপিএমে। সেখান থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গেই ২০২০ স꧟ালে বিজেপিতে এসেছিলেন তাপসী মণ্ডল। পরে তিনি হলদিয়ার বিজেপি বিধায়ক হয়েছিলেন। সোমবার সেই তাপসীই যোগ দিলেন তৃণমূলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপিতে থাকার সময় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে তাপসীর বনিবনা হচ্ছিল না কিছুতেই। তারপর থেকে⭕ই তৃণমূলের সঙ্গে তাঁর যোগাযোগ বাড়তে থাকে। তবে গত কয়েকমাসে তাপসী মণ্ডল নামে এক্স হ্য়ান্ডেলের প্রোফাইল থেকে যে সমস্ত পোস্ট হয়েছে তা একেবারে চমকে দেওয়ার মতো।
একের পর এক ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর পোস্টকে রিপোস্ট করা হয়েছে। এমনকী এক্স হ্যান্ডেলে এখনও জ্বলজ্বল কর♒ছে মোদীর 🔥ছবি। তিনি মোদী কা পরিবার। আর সেই অবস্থাতেই বিজেপি ছেড়ে ঘাসফুলে চলে গেলেন তাপসী।
বিধানসভা ভোটের এখনও🦩 একবছর বাকি। তার আগেই বড় ধাক্কা শুভেন্দু অধিকারীর গড়ে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী ভোটের আগে কি হলদিয়াতে নড়বড়ে হয়ে গেল বিজেপির ভ🍌িত? সেটা বলবে সময়।
তবে তাপসী মণ্ডল লেখা প্রোফাইলে দেখা যাচ্ছে গত ২৪শে ফেব্রুয়ারি শুভেন্দু𝄹 অধিকারীর একটি পোস্টকে রিপোস্ট করা হয়েছে। সেই পোস্টটি আরজি কর কাণ্ডের প্রতিবাদে করা। সেই পোস্টে লেখা হয়েছিল, ‘আর জি কর মেডিক্যাল কলেজের ডাক্তার বোনটি আজও বিচার পাননি। বোন অভয়ার বাবা মা প্রতিদিন বিচারের দাবীতে মহামান্য আদালতের দুয়ারে দুয়ারে ঘুরছেন। বোন অভয়ার সহকর্মী চিকিৎসকরা এখনো বিচারের দাবিত🔜ে আন্দোলনরত ও সংঘবদ্ধ।’