জনমতের চাপে রাজ্যের আনা ‘🐠অপরাজিতা’ বিলকে সমর্থন জানিয়েছি। সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভ💃েন্দু অধিকারী। গত মঙ্গলবার রাজ্য বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয় অপরাজিতা বিল। এই আইনের মাধ্যমে রাজ্যে ধর্ষণের সাজা আরও কড়া করা হয়েছে বলে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন - 'ভ🌺য় দেখিয়ে কাজ না হওয়ায় অপরাজিতা 👍বিল এনে মানুষকে বোকা বানাতে চাইছেন মমতা'
পড়তে থাকুন - দোতলা বিশাল বাংলোর চারদিক উঁচু পাঁচিলে ঘেরা, খোঁজ মিলল সন্দীপ ঘোষের ‘অপ🐽া’র
শুভেন্দুবাবু বলেন, ‘এইꦦ বিলে তিনটে রাজ্যের বিলকে কপি - পেস্ট করে দ🎃িয়েছে মলয় ঘটক। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র আর অরুণাচল প্রদেশ। আমি বলতে পারতাম। আমরা প্রস্তুত হয়ে বিধানসভায় গেছিলাম। আমি সেদিনও বলেছি, আমরা আশা করব আপনি আইন সংবিধান সব দেখে শুনে এনেছেন। কার্যকর করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আমরা জনমতের চাপে...’
বিরোধী দলনেতার অভিযোগ, ‘আপনারা বিল পড়েছেন? সংবাদমাধ্যমের গলা টেপার জন্য কী ব্যবস্থা আছে? আপনারা ২১ দিন কিছু দেখাতে পারবেন না। যতক্ষণ না চার্জশিট হচ্ছে। কোনও যৌন নির্যাতন বা𒆙 ধর্ষণের ঘটনায় চার্জশিট পেশ না হওয়া পর্যন্ত কোনও খবর করতে পারবেন না। কত বড় হিপোক্রিট সরকারকে এখানে বসিয়ে রেখেছেন। একে দেখলে তো নর্থ কোরিয়ার কিম লজ্জা পাবে। জরুরি অবস্থার সময়ও এই ধরণের বিল ছিল না। ব্রিটিশরাও করেছে বলে জানা নেই। বিল এনে খবর আটকানোর চেষ্টা চলছে।’
আরও পড়ুন - ছাꦯত্রীদের তুলসির মালা পরে আসা বারণ, অভিভাবকদের বিক্ষোভ সামলাতে পু♕লিশ এল স্কুলে
মঙ্গলবার বিধানসভায় পাশ হয়েছে অপরাজিতা বিল। তাতে তদন্ত চলাকালীন সেই সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কেউ তদন্ত♌ সংক্রান্ত কোনও ꦗতথ্য প্রকাশ্যে আনলে তার বিরুদ্ধে শাস্তির বিধানও রয়েছে এই বিলে।