মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে ৫৪ বলে ৬৬ রান൩ের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন অভিষেক শℱর্মা। এবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফিতে মারকাটারি শতরান করেন পঞ্জাব দলনায়ক।
অন্যদিকে মুম্বইয়ের বিরুদ্ধে গত ম্যাচে বিধ্বংসী শতরান করেন প্রভসিমরন সিং। তিনি শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে ১০১ বলে ১৫০ রানের ধুমধাড়াক্কা ইনিংস খেলে অপরাজিত থাকেন। এবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফের দাপুটে সেঞ্চুরি করেন▨ প্রভসিমরন।
মঙ্গলবার আমদাবাদে বিজয় হাজারে ট্রফির সি-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে পঞ্জাব ও সৌরাষ্ট্র। টস জিতে সৌরাষ্ট্র দলনায়ক জয়দেব উনাদকাট শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান পঞ্জাবকে। যদিও দুই পঞ্জাব ওপেনার অভিষেক ও প্রভসিমরন যে রকম ধ্বংসাত্মক মেজাজཧে ইনিংসের গোড়াপত্তন করেন, তা দেখে ඣউনাদকাটের সিদ্ধান্ত কতটা যথাযথ, সেই বিষয়ে প্রশ্ন উঠতে পারে।
আরও পড়ুন:- India Beat Maldives: বছ🔯র শেষে বিরাট জয়, মলদ্বীপকে ১৪ গোলের মালা পরাল ভারতের মেয়েরা
দ্বিশতরান হাতছাড়া অভিষেক শর্মার
অভিষেক শর্মা ৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে মাত্র ২৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৬০ বলে। সাহায্য নেন ১২টি চার ও ৫টি ছক্কার। অভিষেক ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি টপকান ৮৬⛄ বলে। সাহায্য নেন ২০টি চার ও ৭টি ছক্কার। নিশ্চিত ডাবল সেঞ্চুরি হাতছাড়া করেন অ꧃ভিষেক। তিনি ৯৬ বলে ১৭০ রানের বিধ্বংসী ইনিংস খেলে ক্রিজ ছাড়েন। এমন ধুমধাড়াক্কা ইনিংসে অভিষেক মোট ২২টি চার ও ৮টি ছক্কা মারেন।
বিধ্বংসী শতরান প্রভসিমরন সিংয়ের
অন্যদিকে সৌরাষ্ট্রের বিরুদ্ধে প্রভসিমরন ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শতরানের গণ্ডি টপকান মাত্র ৮১ বলে। সাহায্য নেন ৯টি চার ও ৬টি ছক্কার। শেষমেশ ১১টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৯৫ ব♋লে ১২৫ রান করে আউট হন প্রভসিমরন। অভিষেকের সঙ্🍒গে ওপেনিং জুটিতে ২৯৮ রান তোলেন প্রভসিমরন।
পঞ্জাব মাত্র ৫ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায়। তারা ১০০ রানের গণ্ডি টপকায় ১০ ওভারে। দলগত ১৫০ রানে পৌঁছতে পঞ্জাবের লাগে ১৮.৪ ওভার। তারা ২০০ রানে পৌঁছে যায় ২২.৩ ওভারে। পঞ্জাব ২৫০ রানের গণ্ডি টপকায় ২৭.২ ওভারে। তারা ৩০০ রানে পৌঁছে যায় ৩১.৫ ওভারে। পঞ্জাব ৩৫০ রান পূর্ജণ করে ৪২.৫ ওভারে।
পঞ্জাব দলগত ৪০০ রানের গণ্ডি টপকায় ৪৮.২ ওভারে। ⭕তারা শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে🏅 ৪২৪ রানের বিশাল ইনিংস গড়ে তোলে।