MS Dhoni's CSK embarrassing record in Chepauk: শুক্রবার আইপিএল ২০২৫-এর ২৫তম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে হারের পরে একাধিক লজ্জার নজির গড়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংস (CSK) আইপিএলে একাধিক লজ্জার রেকর্ড গড়ল। চলুন দেখে নেওয়া যাক (Chennai Supe🦹r Kings' embarrassing record in chepauk stadium) সেই লজ্জার রেকর্ড গুলো কী কী?
আইপিএলে প্রথমবার CSK টানা পাঁচটি ম্যাচ হারল-
১) চিপকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 💧(RCB) কাছে ৫০ রানে হারে চেন্নাই সুপার কিংস। এটাই ছিল চলতি আইপিএল-এ চেন্নাইয়ের প্রথম হার।
২) এরপরে গুয়াহাটিতে রাজস্থান 🍎রয়্যালসের (RR) কাছে ৬ রানে হারে চেন্নাই সুপার কিংস।
৩) চিপকে দিল্লি ক্যাপিটালসের (DC) কাছে ২৫ রানে হেরে হারের হ্যাটট্রꦑিক করে চেন্নাই।
৪) এরপরে চণ্ডীগড়ে পঞ্জাব কিং♔স (PBKS) ১৮ রানে হারায়।
৫) চিপকে ঘরের মাঠে ফিরে এবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) কাছে ৮ ౠউইকেটে♈ হারল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন … ISL 2🦩025-এর ফাইনাল টি💙কিট নিয়ে নতুন নাটক! মোহনবাগান সমর্থকদের চাপে পড়ে FSDL-এর বড় সিদ্ধান্ত
চিপকে চেন্নাইয়ের পতন- প্রথমবার চিপকে টানা তিনটি ম্যাচে পরাজিত হল
চলতি মরশুমে প্রথে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চিপকে চার উইকেটে জয় দিয়ে অভিযান শুরু করেছিল চেন্নাই সুপার কিসং। এরপরে শুরু হয় চিপ🐲কে চেন্নাইয়ের পতন।
১) ১৭ বছর পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে চিপকে পরাজি𓆏ত হয় চেন্নাই সুপার কিংস।
২) দিল্লি ক্যাপিটালসের কাছে ২৫ রানে পরাজিত হয় চেন্ন𝓡াই সুপার কিংস।
৩) কলকাতা নাইট রাইডার্সের কাছেও পরাজ🧔িত হয়, এবার আট উইকেটে হারে চেন্নাই।
আরও পড়ুন … কেন ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করে দিয়েছিলেন কিউরেটর? PCB-র বিরুদ্ধে আরও এক আর্থিক দুর্নীতির 𒊎অভিযোগ!
CSK-এর ইতিহাসে সবথেকে বড় পরাজয় (বলের হিসেবে):
কলকাতা নাইট রাইডার্সের কাছে ৫৯ বল বাকি থাকতেই হের🗹ে এই লজ্জার রেকর্ড গড়ল চেন্নাই স💫ুপার কিংস।
চিপকে মাত্র ১০৩/৯ রান🍌েই থেমে যায় মহেন্দ্র সিং ধোনির ইনিংস। KKR-এর দুই ওপেনার কুইন্টন ডি'কক ও সুনীল নারিন ঝড়ো ইনিংস⛎ খেলে সহজেই ম্যাচ জিতিয়ে দেন।
এর আগে CSK-এর সবচেয়ে বড় হার ছিল:
A) চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০২০) – ১০ 🐻উইকেটে হার, ৪৬ বল বাকি
B) চেন্নাই সুপার কিংস বনাম পঞ্জাব কিংꦛস (২০২১🎐) – ৪২ বল বাকি
C) চেন্ন♛াই সুপার কিংস বনাম দিল্লি ডেয়ারডেভিলস (২০১২) – ৪০ဣ বল বাকি
D) চেন্নাই সಌুপার কিং๊স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০০৮) – ৩৭ বল বাকি
আরও পড়ুন … ISL 2024-25 Final: মোহনবাগান নাকি সুনীল ছেত্রী🍨, কাকে স🌸মর্থন করবেন সুব্রত ভট্টাচার্য? ধর্মসঙ্কটে ময়দানের ‘বাবলু’
এক কথায়, ২০২৫ সালের IPL-এ CSK-এর জন্য এক অভিশপ্ত অধ্যায় শুরু হয়েছে। কলকাতা নাইট ꩲরাইডার্সের বিরু🔯দ্ধে পরাজয়ের পরে নজিরবিহীন লজ্জার রেকর্ড গড়েছে CSK এবং তারা ঘরের মাঠের দাপট হারিয়েছে। চেন্নাই সুপার কিংসের ভক্তেরা এই ফল দেখার পরে বলছেন প্রথমবার আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলে CSK তলানিতে শেষ করবে। যদিও এমনটা হবে কিনা সেটা ভবিষ্যতই বলবে।