অভিজাত তালিকায় শিখর ধাওয়ানকে টপকাতে বিরাট কোহলির দরকার ছিল ৫১ রান। সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে এলিট লিস্টের দ্বিতীয় স্থানে উঠে আসতে 𓄧কোহলির প্রয়োজন ছিল মোটে ১৫ রান। যদিও নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে বিরাট নিতান্ত সস্তায় আউট হয়ে বসেন। ফলে ধাওয়ানকে তো নয়ই, এমন🌠কি সৌরভ গঙ্গোপাধ্যায়কেও টপকাতে পারেননি কোহলি।
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনও পর্যন্ত ভারতের হয়ে সব থেকে বেশি রান করেছেন শিখর ধাওয়ান। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির ১০টি ম্যাচের ১০টি ইনিংসে ব্যাট করে সংগ্রহ করেছেন সাকুল্যে ৭০১ রান। সেঞ্চুরি করেছেন ৩টি এবং হাফ-সেঞ্চুরি করেছেন ৩টি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধাওয়ানের সর্বোচ্চ ব্যক্তিগত ই♓নিংস ১২৫ রানের।
ভারতীয়দের মধ্যে এই তালিকায় ধাওয়ানের পিছনে দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৩টি ম্যাচের ১১টি ইনিংসে ব্যাট করে সাকুল্যে ৬৬৫ রান সংগ্রহ করেছেন। সৌরভও ধাওয়ানের মতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরি করেছেন। মিনি বিশ্বকাপে সৌরভের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাജজিত ১৪১ রানের।
তালিকার ৩ নম্বরেই থেকে যান কোহলি
চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রান করা ভারতীয় ব্যাটারদের তালিকায় আপাতত তিন নম্বরেই থেকে যান কোহলি। নিউজিল্যা♏ন্ড ম্যাচের আগে কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫টি ম্যাচের ১৪টি ইনিংসে ব্যাট করে ৬৫১ রান সংগ্রহ করেছিলেন। সুতরাং, সৌরভকে টপকাতে কোহলির প্রয়োজন ছিল মাত্র ১৫ রান। ধাওয়ানকে টপকে শীর্ষে উঠতে বিরাটের দরকার ছিল ৫১ রান। তবে রবিবার দুবাইয়ে বিরাট আউট হয়ে বসেন মাত্র ১১ রান করে। ১৪ বলের সংক্ষিপ্ত ইনিংসে বিরাট ২টি চার মারেন।
চ🐼্য🥂াম্পিয়ন্স ট্রফির ১৬টি ম্যাচের ১৫টি ইনিংসে ব্যাট করে কোহলির সংগ্রহে রয়েছে আপাতত ৬৬২ রান। সুতরাং, অভিজাত তালিকায় সৌরভের থেকে ৩ রান পিছনেই থেকে যেতে হয় কোহলিকে। ধাওয়ানের থেকে আপাতত ৩৯ রান পিছনে রয়েছেন বিরাট। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে কোহলির সামনে সুযোগ থাকবে সৌরভ ও ধাওয়ানকে টপকে যাওয়ার।
বিরাট কোহলি এখনও পর্যন্ত মিনি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন ১টি ও হাফ-সেঞ্চুরি করেছেন ৫টি। এই টুর্নামেন্টে কোহলির সর্বোচ্চ ব্য𓆉ক্তি𝐆গত ইনিংস অপরাজিত ১০০ রানের, যা তিনি এবছর পাকিস্তানের বিরুদ্ধে উপহার দেন।
রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ লিগ ম্যাচে টস জেতে নিউজিল্যান্ড। তারা শুরুতে ব্যাট করতে পাঠায় ভারতকে। প্রথম ইনিংসের ৬.৪ ওভারে ম্যাট হেনরির বলে পয়☂েন্টে কোহলির দুর্দান্ত ক্যাচ ধরে𒈔ন গ্লেন ফিলিপস।