ভারত-পাকিস্তানের ম্যাচ, আর সেখানে কোনও রকম বিতর্ক থাকবে না, তা আবার হয় নাকি! রবিবার দুবাই অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-প💧াকিস্তান ম্যাচেও বেশ কিছু টুকরো টুকরো ঘটনা ম্যাচের উত্তাপ বাড়াল ꦚবৈকি!
আরও পড়ুন: বাবরকে আউট হতেই বাই-বাই করলেন হার্দিক, ভাইরাল হল ভিডিয়ো, 🙈এর মাঝেই রোহিতের চোট নিয়ে আশঙ্কা
ম্যাচের প্রথম ইনিংসে বাবর আজমকে আউট করার পর, তাঁকে বাইবাই করে সাজঘরের রাস্তা দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। আর ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্থাৎ ভারতের ব্যাটিংয়ের সময়ে পাক স্পিনার আব্রার আহমেদ যেন তারই বদলা তুলল। শুভমন গিলকে আউট করার পরে, তাঁকে বিতর্কিত ইঙ্গিত করে এবং বিরাট কোহলির সঙ্গে ঝামেলায়𒐪 জড়ানোর চেষ✅্টা করে।
আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে Champions Trophy-তে সেঞ্চুরಞি, রোহিতের রেকর্ড ভেঙে ইতিহাস কোহলির
শুভমন গিলের সঙ্গে অভব্যতা আব্রারের
এদিন পাকিস্তান প্রথমে ব্যাট করে ২৪১ রান করে। রান তাড়া করতে নেমে রোহিত শর্মা (২০) দ্রুত সাজঘরে ফিরে গেলে, দায়িত্ব কাঁধে তুলে নেন দলের সহ-অধিনায়ক শুভমন গিল। ভালো খেললেও, শেষ পর্যন্ত মাত্র চার রানের জন্য হাফসেঞ্চুরি অধরা থেকে যায়। ৫২ বলে ৪৬ করে সাজঘরে ফিরে যান শুভমন। তাঁকে বোল্ড করে আব্রার আহমেদ। ১৮তম ওভারে বল করতে এসে তৃতীয় ডেলিভারিতেই শুভমনকে দ্রুত লেগ-ব্রেক বোল্ড করেন আব্রার। তাঁর বল বেশ কিছুটা টার্ন করার পাশাপাশি বাড়তি বাউন্সও করে। ভ🙈েঙে দেয় গিলের অফস্টাম্প। আব্রারের দুরন্ত বলটি বুঝেই উঠতে পারেননি শুভমন। নন-স্ট্রাইকিং জোনে থাকা বিরাটও মুগ্ধ হন এমন ডেলিভারি দেখে। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর আবার মন্তব্য করেন, এই ডেলিভারিটি তাঁকে রবিচন্দ্রন অশ্বিনের ক্যারাম-বল বা ফ্লিকারের কথা মনে করিয়ে দিয়েছে।
আরও পড়ুন: ‘বড় শট মার’- দু'রান বাকি থাকতে ꦑবললেন রোহিত, চার🌱 মেরে অধিনায়কের ইচ্ছাপূরণ বিরাটের- ভিডিয়ো
এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু শুভমনকে ফেরানোর বাড়তি উচ্ছ্বাসে বিতর্কে জড়িয়ে পড়েন আব্রার। তিনি গিলকে আউট করেই সেলিব্রেশনের জন্য সতীর্থদের দিকে ছুটে আসেন। তার পরেই দুই হাত বুকের সামনে আড়াআড়িভাবে রেখে মুখ এবং চোখের ইশারায় মাঠ ছেড়ে গিলকে বেরিয়ে যেতে বলেন। আর নিয়𓃲ে নেটপাড়ায় বিতর্কের ঝড় বয়ে চলেছে।
কোহলিকে স্লেজ পাক স্পিনারের
শুধু শুভমন গিলের সঙ্গে অভব্যতা নয়, তার আগে কোহলিকেও রাগানোর চেষ্টা করেছেন আব্রার। যদিও কোহলি তাতে গুরুত্ব দেননি। ম্যাচের ১৬তম ওভারে পাকিস্তানের রহস্য-স্পিনার বিরাট কোহলিকে স্লেজ করার চেষ্টা করেছিলেন। ওভারের তৃতীয় বলে তিনি কোহলির কাছে একটি শর্টিশ বল করেন। কোহলি কাট করার চেষ্টা করেন। কিন্তু ঠিকঠাক টাইমিং না হওয়ার কারণে বলটি আব্রারের কাছে ফিরে যায়। মিস্ট্রি স্ღপিনার দ্রুত বলটি তুলে বিরাট কোহলির দিকেই ছুঁড়ে দেন। আর একটু হলে লেগে যেতে পারত কোহলির। যাইহোক বিরাটের মাথা নীচু করে নিলে, উপর দিয়ে বলটি বের হয়ে যায়। আর বলটি এর পর মহম্মদ রিজওয়ান সংগ্রহ করে নেন।
এর পর কোহলিকে উদ্দেশ্য করে আব্রারকে উত্তপ্ত ভাবে কিছু বলতে দেখা যায়। কিন্তু আব্রারের কোনও উস্কানিকেই গুরুত♏্ব দেননি কোহলি। তিনি পাক স্পিনারকে পুরোপুরি উপেক্ষা করেন। এবং ঠাণ্ডা মাথায় দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এদিন বিরাট অপরাজিত থেকে দলকে জেতান, পাশাপাশি ৫১তম ওডিআই শতরানও পূরণ করেন কিং কোহলি।