রবিবার দুবাইয়ে বিরাট কোহলি শেষমেশ ব্যক্তিগত শতরানে পৌঁছতে পারবেন কিনা, সেই বিষয়ে সংশয়ে ছিলেন অক্ষর প্যাটেলও। পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ভারতে🌊র জয়ের মুহূর্ত🌟ে কোহলির সঙ্গে ব্যাট হাতে ক্রিজে উপস্থিত ছিলেন অক্ষর। যদিও উইনিং শটটি নেন কোহলি এবং সেই সঙ্গে ব্যক্তিগত শতরানও পূর্ণ করেন তিনি।
বিরাট শতরানে পৌঁছতে হাঁফ ছেড়ে বাঁচেন অক্ষর। ঠিক কেন কোহলির সেঞ্চুরিতে পৌঁছনো নিয়ে সংশয়ে ছিলেন বাপু, সেটা খোলসা করেন ম্যাচের♌ শেষেই। আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রেজেন্টার সঞ্জনাকে অক্ষর জানান যে, ভারতের জয়ের জন্য খুব বেশি রান বাকি ছিল না। অথচ কোহলিও দাঁড়িয়ে ছিলেন সেঞ্চুরির দোরগোড়ায়। তাই তিনি ভয় পাচ্ছিলেন যে, তাঁর ব্যাটেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚর কানায় লেগে বল বাউন্ডারিতে না চলে যায়। সেক্ষেত্রে কোহলি শতরান থেকে বঞ্চিত হতেন।
শুনতে অবাক লাগলেও এটাই সত্যি যে, কোহলিকে সেঞ্চুরি পূর্ণ করাতে অক্ষর ♒সতর্ক ছিলেন যেꦗ, তিনি যাতে বাউন্ডারি না মেরে বসেন। সচরাচর যে কোনও প্রকারে বাউন্ডারি মারতে তৎপর থাকেন ব্যাটাররা। অক্ষর চাইছিলেন ঠিক উল্টোটা।
সাক্ষৎকারে আরও একটি বিষয়ের হদিশ দেন অক্ষর। বাংলাদেশ ম্যাচে তাঁর হ্যাটট্রিক বলে ক্যাচ মিস করে রোহিত জানিয়েছিলেন যে, তিনি অক্ষরকে ডিনারে নিয়ে যাবেন। যদিও এখনও পর্যন্ত রোহিতের থেকে ট্রিট পাননি প্যাটেলღ। কারণটাও অবশ্য জানিয়ে দেন অক্ষর। তিনি জানান যে, বাংলাদেশ ম্যাচের ঠিক পরেই পাকিস্তানের মতো হাই-ভোল্টেজ ম্যাচ ছিল তাঁদের। তাই অন্যদিকে তাকানোর সময় ছিল না। এক্ষেত্রে পাকিস্তান ম্যাচের পরে দিন ছয়েকের বিশ্রাম রয়েছে। তাই অক্ষর আশা করছেন এবার হয়তো রোহিতের থেকে ডিনার ট্রিট পেয়ে যাবেন তিনি।
উল্লেখ্য, রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখানোর সুযোগ হয়নি অক্ষরের। তবে 🔯তিনি বলে এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ছিলেন। দুবাইয়ে অক্ষর ৪ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। ম্যাচে ১০ ওভার বল করে ৪৯ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন অক্ষর। তিনি বোল্ড করেন পাক দলনায়ক মহম্মদ রিজওয়ানকে।
সেই সঙ্গে পাকিস্তান ম্যাচে সউদ শাকিলের অনবদ্য ক্যাচ ধরেন অক্ষর প্যাটেল। তিনি রান-আউট করেন ইমাম উল হক ও🐠 হ্যারিস রউফকে। বিশেষ করে ইমামকে সরাসরি থ্রোয়ে রান-আউট করার ক্ষেত্রে অত্যন্ত দক্ষতার পরিচয় দেন প্যাটেল। মহম্মদ রিজওয়ানকে গতির হেরফের করে বোল্ড🅷 করার ক্ষেত্রেও অক্ষর প্যাটেলের মুন্সিয়ানার পরিচয় পাওয়া যায়।