আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেই রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিত ছিল ইডেন গার্ডেন্সে। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শুধু কলকাতাকে সমর্থন করার জন্য নয়, তার চেয়েও বেশি বিরাট কোহলির খেলা দেখার উন্মাদনাও ছিল তুঙ্গে। যাইহোক, শনিবারের ম্যাচে কেকেআর-কে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে টুর্নামেন্টে অভিযান শুরু করে আরসিবি। আরসিবি-র হয়ে ম্যাচ জেতানো হাফ সেঞ্চুরি করেন বিরাট কোহলি। কলকাতার দল হারলেও, কোহলি নিরাশ করেননি তিলোত্꧂তমার ক্রিকেট ভক্তদের।
৩৬ বলে ৫৯ রানের অপরাজিত ইনিংস খেলেন বিরাট। আর কোহলির দুরন্ত ইনিংস দেখে আপ্লুত হয়ে পড়েন নন্দকাননে উপস্থিত দর্শকেরা। আর এক ভক্ত তো নিজের আবেগ ধরে রাখতে না পেরে নিরাপত্তার কর্ডন ভেঙে মাঠের মধ্যেই ঢুকে পড়েন। মাঠে ঢ🧔ুকেই তিনি সোজা দৌড়ে কিং কোহলির পায়ে লুটিয়ে পড়েন। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন: ২০০৮-তে ছিল ৪.৮ কোটি টাকা! এখন IPL-র পুরস্কার মূল্য শুনলে মাথাဣ ঘুরে যাবে পুরো
মাঠে ঢুকে পড়লেন কোহলি-ভক্ত
আরসিবি যখন রান তাড়া করছিল, সেই সময়ে তাদের ইনিংসের ১৩তম ওভারে একজন ভক্ত সোজা মাঠে ঢুকে পড়েন। বির🌠াট কোহলির সঙ্গে দেখা করার জন্য নিরাপত্তার দেওয়াল ভেঙে তিনি সোজা মাঠের মধ্যে প্রবেশ করেন। দৌড়ে গিয়ে বিরাট কোহলির পায়ে লুটিয়ে পড়ে তাঁকে প্রণাম করেন। সেই সময়ে নিরাপত্তারক্ষীরা এসে, ‘বিরাট ভক্ত’কে বাইরে বের করে দেওয়া চেষ্টা করলে, তিনি কোহলিকে জাপ্টে জড়িয়ে ধরেন।
আরও পড়ুন: IPL 2025-এর 'প্রথম বলটাই' করলেন🌌 বিরাট! হতভম্ব নেটপাড়া, আপনি দেখেছেন তো?
এর পর নিরাপত্তারক্ষী♏রা জোর করে তাঁকে টেনে মাঠের বাইরে নিয়ে যাওয়ার সময়ে কোহলি তাঁদের ভালো ভাবে সেই ভক্তকে নিয়ে যাওয়ার জন্য এবং তাঁর কোনও ক্ষতি না করার জন্য অনুরোধ করেন।
হেরে গেল কেকেআর
গত কয়েক দিন ধরেই কেকেআর এবং আরসিবি ম্যাচ নিয়ে বহু জল্পনা চলছিল। সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বোধহয়, এই ম্যাচ আদৌ হবে কিনা, তা নিয়ে। কারণ শনিবার সন্ধ্যে থেকে বৃ▨ষ্টি হবার কথা ছিল। যে কারণে ম্যাচ ভেস্তে যাওয়ার বড় সম্ভাবনা ছিল। কিন্তু কালবৈশাখি নয়, শনিবার রাতে ইডেনে ঝড় উঠল বটে, তবে সেটা ফিল সল্ট এবং বিরাট কোহলি ঝড়। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই ওপেনারের দাপটেই খড়কুটোর মতো উড়ে গেল কলকাতা নাইট রাইডার্সের যাবতীয় ডিফেন্স। কেকেআর-এর দেওয়া ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২২ বল বাকি থাকতেই জয়ের 𝐆লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। সাত উইকেটে তারা ম্যাচটি জিতে নেয়।