আইপিএলের প্রায় প্রতি ম্যাচেই কোꦓনও কোনও ক্রিকেটার ব্যক্তিগত নজির গড়ছেন। সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর ১৯তম লিগ ম্যাচে সম্মুখসমরে নামছে মুম্বই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে দু'দলের একাধিক ক্রিকেটারের সামনে ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার হাতছানি রয়েছে।
সোমবার ওয়াংখেড়েতে বিরাট রেকর্ড গড়তে পারেন কোহলি ও ভুবনেশ্বর। ব্যক্তিগত নজির গড়তে পারেন জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে দুই পান্ডিয়া ভাই। দেখে নেওয়া যাক মুম্বই বনাম আরসিবি ম্যাচে কোন কোন ক্রিকেটা🎶রের সামনে ব্যক্তিগত নজির গড়ার সুযোগ রয়েছে।
এমআই বনাম আরসিবি ম্যাচে ব্যক্তিগত নজির গড়তে পারেন কারা?
১. সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরসিবির বি🗹রুদ্ধে ৩টি চার মারলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারের ৪০০টি চার মারার নজির গড়বেন হার্দিক পান্ডিয়া।
২. আরসিবির বিরুদ্ধে এই ম্যাচে ২টি উইকেট নিলে টি-২০ কেরিয়ারের ২০০ উইকে꧅ট নেওয়ার মাইলস্টোন ছোঁবেন মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হার্দিক।
৩. ওয়াংখেড়েতে আরসিবির বিরুদ্ধে ৮টি চার মারলে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২০০টি চার মার▨ার কৃতিত্ব অর্জন করবেন মুম্বই দলনায়ক পান্ডিয়া।
৪. বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচে ৫টি উইকেট নিলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-ܫ২০ কেরিয়ারে ৩০০ উইকেট নেওয়ার মাইলস্টোন ছোঁবেন জসপ্রীত বুমরাহ।
৫. আরসিবির বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৩টি চার মারলে আইপিএল কেরিয়ারে ১০০টি চার মারার কৃতিত্ব অর্জন ক♑রবেন এমআই তারকা তিলক বর্মা।
৬. বেঙ্গালুরুর বিরুদ্ধে ৯০ রান করলে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-২০ ꦰকেরিয়ারের ৩৫০০ রান পূর্ণ করবেন তিꦬলক।
৭. মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ওয়াংখেড়ে🤪তে ১০৪ রান করলে আইপিএল কে꧃রিয়ারে ১০০০ রান পূর্ণ করবেন আরসিবি দলনায়ক রজত পতিদার।
৮. মুম্বইয়ের বিরুদ্ধে ৮টি চার মারলে টি-২০ কেরি🐭য়ারে ২০০টি চার মারার মাইলস্টোন ছোঁবেন পতিদার।
৯. মুম্বইয়ের বিরুদ্ধে ৩টি ছয় মারলে টি-২০ কেরিয়ারে ১৫০টি ছ🧜য় মারার মাইলস্টোন ছোঁবেন রজত।
১০. মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে মাত্র ১৭ রান করলে ঘরোয়া ও আন্তর্জাতিক🔯 ক্রিকেট মিলিয়ে টি-২০ কেরিয়ারে ১৩ হাজার রান পূর্ণ করবেন বিরাট কোহলি।
১১. মুম্বই ইন্🐲ডিয়ান্সের বিরুদ্ধে ১টি উইকেট নিলেই ডোয়েন ব্র্যাভোকে টপকে (১৮৩) এককভাবে আইপিএলের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারীতে পর♌িণত হবেন আরসিবির ভুবনেশ্বর কুমার।
১২. মুম্বইয়ের বিরুদ্ধে ৭টি চার মারলে টি-২০ কেরিয়ারে ২৫০টি চার মারার🐠 মাইলস্টোন ছোঁবেন ক্রুণাল পান্ডিয়া।
১৩. মুম্বইয়ের বিরুদ্ধে ২টি ছয় মারলে টি-২০ কেরꩵিয়ারে ১০০টি ছয় মারার মাইলস্টোন ছোঁবেন ক্রুণাল।
১৪. মুম্বইয়ের বিরুদ্ধে ২টি উইকেট নিলে টি-২০ কেরিয়ারে ১৫০টি উইকেট নেওয়🐠ার মাইলস্টোন ছোঁবেন ক্রুণাল।
১৫. মুম্বইয়ের বিরুদ্ধে ৫টি চার মারলে আইপিএল কেরিয়ারে ১৫০টি চার মারার মাইলস্টোন ছোঁবেন 💯ক্রুণাল পান্ডিয়া।