প্রায় তিন দশক পর কোনও আইসিসি ইভেন্টের আয়োজন করার দায়িত্ব পেয়েছে পাকিস্তান। তবে সেই ইভেন্টেই সবচেয়ে হতাশার পারফরম্যান্স করেছেন মহম্মদ রিজওয়ান, বাবর আজমরা। প্রথম দুই ম্যাচে হার। তার পর গ্রুপ লিগের শেষ ম্যাচ বাংলাদেশের বিরুদ্ধে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। যার নিটফল, কোনও জয় ছাড়াই এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিতে হয়েছে পাক🎀ি🌊স্তানকে। সেই সঙ্গে তারা লজ্জার এক নজিরও গড়েছে।
২০০২ সালে এই টুর্নামেন্টের নতুন নামকরণ হয় ‘চ্যাম্পিয়ন্স ট্রফি’। আর তার পর থেকে চ্যাম্পিয়ন্✱স ট্রফির ইতিহাসে পাকিস্তানই প্রথম টিম, যারা আয়োজক হওয়া সত্ত্বেও কোনও জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। ২০০২ সালের পর থেকে আর চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসাবে কোনও দেশেরই এমন করুণ দশা হয়নি যে, একটি ম্যাচেও জয় না পেয়ে, তারা ছিটকে গিয়েছে।
আরও পড়ুন: ভিডিয়ো- চেনা ছন্দে ন💖েটে অনুশীলন শুরু, কবে ২২ গজে ফিরতে চলেছেন বুমরাহ? মিলল ইঙ্গিত
সামগ্রিক ভাবে, ২০০০ সালে আয়োজক দেশ হিসাবে কেনিয়া কোনও জয় ছাড়াই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। সেদিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে পাকিসꦜ্তান দ্বিতীয় আয়োজক দল, যারা একটিও জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিট⛄কে গেল।
পাকিস্তান এই নিয়ে দ্ব🌸িতীয় বার জয়হীন ভাবে চ্যাম্পিয়ন্স ট্রফিরꩲ অভিযান শেষ করল। এর আগে তারা ২০১৩ সংস্করণে একটি ম্যাচও জিততে পারেনি। সেবার এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে। সেখানে তিনটি ম্যাচেই তারা হেরে বসেছিল। শূন্য পয়েন্ট নিয়ে টুর্নামেন্টকে বিদায় জানিয়েছিল।
আরও পড়ুন: মান-সম্মান বাঁচাল বৃষ্টি! সব ম্যাচে হ𒊎েরে Champions Trophy শেষ করতে হল না বাংলাদেশ-পাকিস্তানকে
এবারের টুর্নামেন্টে পাকিস্তান প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড এবং ভারতের কাছ🌳ে হারে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেই ম্যাচটি বৃষ্টিতে ভ🏅েস্তে যায়। যে কারণে দুই দলের মধ্যে এক পয়েন্ট করে ভাগাভাগি হয়ে যায়। তাই এবার পাকিস্তান অন্তত এক পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে।
বাংলাদেশের সঙ্গে ম্যাচ হলে, তারা যদি হেরে যেত, তবে লজ্জায় একেবারে মুখ পুড়ত পাকিস্তানের। যদিও বাংলাদেশ এবং পাকিস্তানের পয়েন্ট সমান। তবে রানরেটে পিছিয়ে থাকায়🍒 গ্রুপ- ‘এ’-র লাস্টবয় হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শেষ করলেন রিজওয়ানরা। ২০০৯ সালে আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার পর, দ্বিতীয় আয়োজক দেশ হিসাবে গ্রুপের লাস্টবয় হলেন রিজওয়ানরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ থেকেই পাকিস্তানের দুর্দশা শুরু হয়েছিল। করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তারা ৬০ রানে হেরেছিল। এর পর ভারতের বিরুদ্ধে ৬ উইকেটে হারে। এই দুই ম্যাচে হারের পর সমালোচনার ঝড় বয়ে চলেছে পাকিস্ত🅺ান ক্রিকেটকে নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলে ম্যাচ জিতে কিছুটা মান রক্ষা করার সুযোগ ছিল। বৃষ্টি সেই সুযোগও দিল না তাদের। তবে ম্যাচটি খেলা হলে, পাকিস্তান বা বাংলাদেশের মধ্যে কোনও একটি দল শূন্যতে শেষ করত, বৃষ্টির কারণে দুই দলই এক, এক করে পয়েন্ট পেল।