✅ ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর কদিনের জন্য স্ত্রী, পরিবারকে সঙ্গে নিয়েই বিদেশে গেছেন ছুটি কাটাতে। ভারতীয় দলের সব ক্রিকেটাররা বর্তমানে ব্যস্ত রয়েছে আইপিএল খেলতে, কিন্তু কোচ কোনও দলের সঙ্গে যুক্ত হতে পারেননা। তাই গম্ভীরের হাতে এখন অবসর সময়। সন্তানরা ছোট, বাবা বিদেশে ঘুরে বেড়ান কাজের সূত্র, কিন্তু পরিবার নিয়ে গম্ভীরকে বিদেশে যেতে দেখা যায় না। তাই তিনি ছুটি পেতেই মেয়ারা বায়না শুরু করেছেন ঘুরে যাওয়ার। গম্ভীরও গোটা পরিবার নিয়েই গেছেন সেখানে। যদিও ছুটিতে গিয়েও গম্ভীর কিন্তু নিজের ইমেজ বজায় রেখেছেন।
গম্ভীর ছবি পোস্ট করেন স্ত্রীর সঙ্গে
🦩ছুটি কাটাতে গিয়ে, বিরাট কোহলিদের হেডস্যার গৌতম গম্ভীর সম্প্রতি তার স্ত্রী ও সন্তানদের সাথে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি যত না সকলের নজর কেড়েছে, তার থেকেও বেশি সবার দৃষ্টি আকর্ষণ করেছে গম্ভীরের প্রাক্তন সতীর্থ -এর একটি মজার মন্তব্য, যা দেখে কার্যত হাসিতে লুটোপুটি খাচ্ছেন ভক্তরা।
গৌতির ছবিতে যুবির মন্তব্য ভাইরাল
👍গৌতম গম্ভীর কোনও ছবি দিলে সেখানে মজাদার কমেন্ট করার কোনো সুযোগ কখনোই হাতছাড়া করেন না যুবরাজ, কারণ এই দুই ক্রিকেটার দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন জাতীয় দলে, দিয়েছেন অনেক সাফল্য। তাই গৌতমের দেওয়া ছবিতে যুবরাজ একটি কমেন্ট করে লেখেন, ‘তু না হাসিয়ো’(অর্থাৎ এখানে গিয়েও তুই আর হাসলি না।

💙এই প্রথমবার নয় যখন যুবরাজ গম্ভীরের দেওয়ার ছবিতে তাঁর সিরিয়াসনেস নিয়ে মন্তব্য করেছেন। এর আগেও গম্ভীরকে নিয়ে একাধিক মজাদার কমেন্ট করেছেন তিনি। কয়েক বছর আগে গৌতম গম্ভীর একটি গুরু গম্ভির মুখের ছবি পোস্ট করে লিখেছিলেন, “Social distancing since 2003," । যা দেখে তাঁর সতীর্থ যুবরাজ সিং পাল্টা লিখেছিলেন, “The only smile here is the emoji!" (অর্থাৎ যে স্মাইলি দেওয়া হয়েছিল পোস্টে, তার উল্লেখ করেন যুবি)
🍌গৌতম গম্ভীর এবং যুবরাজ সিংয়ের সম্পর্ক অনেক দিনের। দুজনেই দীর্ঘদিন ধরে ভারতীয় দলের ড্রেসিং রুম শেয়ার করেছেন। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় এবং চার বছর পর ওডিআই বিশ্বকাপ জয়ে দুজনেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। একজন দুই বিশ্বকাপের ফাইনালেই সেরাটা দেন, অপরজন গোটা প্রতিযোগিতায় নজর কাড়েন।
গম্ভীর কি ভারতীয় এ দলের সঙ্গে যাবেন?
ꦓসম্প্রতি এমন খবর প্রকাশিত হয়েছে যে গৌতম গম্ভীর ইংল্যান্ড সফরে ভারতীয় এ দলের সঙ্গে যেতে পারেন, যা সিনিয়র দলের সফরের আগে হবে। বিরাট কোহলি, রোহিত শর্মারা মোট পাঁচটি ম্যাচ খেলবে ইংল্যান্ডের মাটিতে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে (০-৩) এবং অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-৩ ব্যবধানে পরাজয়ের পর গম্ভীর এবং রোহিত শর্মাকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল
꧃তবে, দুজনের নেতৃত্বে ভারতীয় দল সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ অপরাজিত হিসেবে শিরোপা জিতেছে। ভারতের ইংল্যান্ড সফর ২০ জুন শুরু হবে, প্রথম ম্যাচে হেডিংলির মাঠে মুখোমুখি হবে দুই দল।