ဣ সদ্য মা হয়েছেন 'নিমফুলের মধু'র ‘মৌমিতা’ অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তাঁর কোলে এসেছে দ্বিতীয় সন্তান। মেয়ের কোলে ছেলে হয়েছে মানসীর। অর্থাৎ দিদি হয়েছে ৮ বছরের তুুহু। আপাতত তাই তাঁর পরিবারে খুশির হাওয়া। আর বৃহস্পতিবার সক্কাল সক্কাল ভাইকে দেখতে ও মায়ের সঙ্গে দেখা করতে হাসপাতালে পৌঁছে যায় ছোট্ট তুহু।
🧔 ভাইকে দেখে কী অনুভূতি হয় বড় দিদির? সেকথাই মাকে জানিয়েছে বছর ৮এর তুহু। অভিনেত্রীর পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে। মানসী মেয়েকে প্রশ্ন করেন, ‘কাকে দেখতে এসেছো, মাকে না ভাইকে? সত্য়ি কথা বলো।’ উত্তরে ছোট্ট তুহু আঙুল দেখিয়ে বলে, ‘তোমাকে..।’ মানসী মেয়েকে জিগ্গেস করেন, ‘কালকে ভাইকে দেখে তোমার কী ফিল হল?’ ছোট্ট তুহু বলে, ‘আমিতো বুঝতেই পারছিলাম না যে ওটা আমার ভাই, এত ছোট।’ অর্থাৎ এতটাই ছোট বাচ্চা তাই নাকি কনফিউজড হয়ে যায় ৮ বছরের তুহু।
ꦺ এদিকে এরপরই দুষ্টু বুদ্ধি খেলে যায় ছোট্ট তুহুর মাথায়। সুইজ টিপে মায়ের বেড নামাতে যায় সে। মানসী মেয়েকে বলেন, ‘এসব করতে এসেছো তুমি! বেড নিচে নামাতে এসেছো!’ এদিকে বলতে বলতেই সুইজ টিপে ফেলে তুহু। মানসী সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে উঠে বলে, ‘না না বাবা, আমার পেটে লাগছে।’ তখনই ‘ওকে তাহলে তুলে দিচ্ছি’ বলেই ফের বেড তুলে দেয় মানসী কন্যা।