বাঙালি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় হিন্দি ধারাবাহিক 'অনুপমা' এখন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। শুরু থেকেই এই ধারাবাহিকটি টেলি দর্শকদের বেশ পছন্দের হয়ে ওঠে। রাজন শাহী প্রযোজিত এই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে ꦫঅভিনয় করছেন রূপালী, এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন গৌরব খান্না।
সিরিয়ালের গল্প যত এগিয়ে চলে, ততই আসে নানান ট🃏ুইস্ট। 'অনুপমা'র গল্পতেও তার অন্যথা হচ্ছে না। এদিকে এসবের মাঝে হঠাৎই এই সিরিয়ালে নায়িকা বদল হতে চলেছে। এতদিন এই সিরিয়ালের 'রাহি' চরিত্রে দেখা যাচ্ছিল অভিনেত্রী আলিশা পারভিনকে। তবে হঠাৎই নাকি অভিনেত্রী আলিশাকে সেই চরিত্র থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিরিয়াল কর্তৃপক্ষ। তাঁকে না জানিয়েছেন নির্মাতাদের এমন সিদ্ধান্তে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন আলিশা পꦰারভিন।
আরও পড়ুন-ছিলেন ন💎াপিত, কাজ করতেন লাহোরের এক সেলুনে, সেখান থেকে কীভাবে গায়ক হয়ে উঠলেন মহম্মদ রফি?
আরও পড়ুন-ইয়ালিনিকে কোলে নিয়ে📖ই ইউভানের পিছনে দৌড়, ব্যস্ততা ভুলে কোথায় ক্রিসমাস কাটাচ্ছেন শুভশ্♊রী?
♍তবে এখন প্রশ্ন আলিশা পারভিনকে সরিয়ে এই চরিত্♔রে কাকে নিচ্ছেন 'অনুপমা' নির্মাতারা?
জানা যাচ্ছে 'রাহি' চরিত্রে এন্ট্র💧ি হচ্ছে আরও এক বাঙালি অভিনেত্রীর। ইনি আর কেউ নন, টলিಌপাড়ার পরিচিত মুখ অদ্রিজা রায়। যদিও বহু আগেই টলিপাড়া ছেড়ে বলিপাড়াতে নিজের কেরিয়ার তৈরি করতে মুম্বই পৌঁছে গিয়েছিলেন অদ্রিজা। শেষবার তাঁকে দেখা গিয়েছিল হিন্দি সিরিয়াল 'কুণ্ডলী ভাগ্য'তে। আর এবার 'অনুপমা'তে 'রাহি' চরিত্রে দেখা যেতে চলেছেন তাঁকে। এদিকে এই চরিত্রটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অদ্রিজা রায়।
প্রসঙ্গত স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ছিল ইন্দ্রাণী হালদার অভিনীত 'শ্রীময়ী'। যেটি কিনা ২০১৯ সালে শুরু হয়, চল🍌েছিল ২০২১ সাল পর্যন্ত। পরবর্তী সময়ে এই সিরিয়ালের ꦉঅনুকরণেই তৈরি হয় 'অনুপমা' ধারাবাহিকটা। ঘটনাচক্রে 'শ্রীময়ী' 'অনুপমা' দুটোই সুপারহিট। আর দুই সিরিয়ালের কেন্দ্রীয় চরিত্রেই রয়েছেন বাঙালি অভিনেত্রী। আর এবার 'অনুপমা'র আরেক এক কেন্দ্রীয় চরিত্র 'রাহি' আরও এক বাঙালীর।
প্রসঙ্গত, ২০১৬ সালে অদ্রিজা রায় রায় বাংলা ধারাবাহিক ‘বেদিনী মোলুয়ার কথা’ দিয়ে অভিনয় দুনিয়ায় পা রাখেন। এরপর বেশকিছু বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। পরে ২ဣ০২৩-এ হিন্দি সিরিয়াল 'দুর্গা আর চারু'তে কেন্দ্রীয় চরিত্র 'চারু'র হাত ধরে হিন্দি সিরিয়ালের দুনিয়ায় পা রেখেছিলেন অদ্রিজা।