২০১৬ সালের ২৩ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দঙ্গল’ পরিচালনা করেছিলেন পরিচালক নিতেশ তিওয়ারি। এই সিনেমায় মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করেছিলেন আমির খান, যিনি তাঁর দুই মেয়ে🍃 গীতা এবং ববিতাকে কুস্তি শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন।
‘দঙ্গল’ সিনেমার জন্য আমির খান প্রায় ১৫০ কেজি ওজন বাড়িয়েছিলেন। চিরকাল নিজের চরিত্র নিয়ে নিখুঁত থাকা আমির এই সিনেমাতেও নিজের সর্বস্ব দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এত কিছুর পরেও সিনেমার একটি দৃশ্যে আ🔯মির করে ফেলেছিলেন এমন একটি ভুল, যা একমাত্র নজরে এসেছিল অমিতাভ বচ্চনের।
আরও পড়ুন: ‘আমি আমার মুখ নিয়ে…’, প্লাস্টিক সার্জারির গুজব নিয়𒀰ে এবার মুখ খুললেন অবনীত
সম্প্রতি মুম্বইয়ে রেড লরি ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিনে ‘কেয়ামত সেꦿ কেয়ামত তাক’ - এর প্রিমিয়ারে যোগ দিতে গিয়ে আমিরকে যখন প্রশ্ন করা হয়, আমিরের কেরিয়ারের সব থেকে সেরা সিনেমা কোনটি? উত্তরে আমির বলেন, ‘দঙ্গল’। তবে তিনি এও ব🧸লেন, সবকিছু পারফেক্ট হওয়ার পরেও সিনেমার একটি অংশে তিনি নিজের চরিত্র থেকে সরে গিয়েছিলেন। সেই দৃশ্যটি তাঁকে ধরিয়ে দিয়েছিলেন অমিতাভ বচ্চন।
আমির বলেন, ‘দঙ্গল সিনেমাটি দেখার পর অমিতাভজি আমাকে বলেন, সবকিছু অসাধারণ ছিল কিন্তু একটিমাত্র শটে তুমি তোমার চরিত্র থেকে বেরিয়ে গিয়েছিলে। আমি তখন তাঁকে প্রশ্ন করি, কোন দৃশ্য? উত্তরে তিনি বলেন, একটি চরিত্রে তুমি হঠাৎ করে ‘ইয়েস’ বলে ফেলেছিলে। তোমার চরিত্র অনুযায়ী তোমাকে ‘ওয়াহ’ বা ‘সাবাশ’ বলতে হতো। কিন্তু তুমি ‘ইয়েস’ বলেছিলে। ‘ইয🥃়েস’ একটি ইংরেজি কথা, যা তোমার চরিত্🐽র বলতে পারে না।’
আরও পড়ুন: অদিতি রাও হ꧑ায়দারি থেকে ইমতিয়াজ আলি, কাদের ঝু⛄লিতে এল OTT Play Awards-এর সম্মান?
আরও পড়ুন: 'নিজামুদ্দিন দরগায়♓ গিয়ে...', ꦿদিল্লিতে গিয়েও কোন স্বপ্ন অধরা থেকে গেছে আদনানের?
প্রসঙ্গত, আমির এবং অমিতাভ ২০১৮ সালে ‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন। সিনেমার স্ক্রিপ্ট অসাধারণ হওয়া সত্ত্বেও সিনেম༒াটি বক্স অফিসে একদম ভালো ব্যবসা করতে পারেনি। আমিরের ফ্লপ সিনেমার মধ্যে এটি অন্যতম।