বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay-Amitabh: ISPL-এর ফাইনাল দেখতে মেয়ে নীতারাকে নিয়ে হাজির, অমিতাভকে দেখতে পা ছুঁয়ে প্রণাম করলেন অক্ষয়
ইন্ডিয়ান স্ট্রিট🐲 প্রিমিয়ার লিগের (ISPL) ফাইনালে হাজির হয়েছিলেন অক্ষয় কুমার, অমিতাভ🔴 বচ্চন, সচিন তেন্ডুলকর-সহ একাধিক তারকা। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেলিব্রিটিদের অনেক ভিডিও। থানেয় আয়োজিত আইএসপিএলের দ্বিতীয় মরশুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল মাঝি মুম্বই ও শ্রীনগর কে বীর।
আইএসপিএল-এ অমিতাভ, সচিন
মাঝি মুম্বই দলের সমর্থক হয়ে ফাইনালের দিন খেলা দেখতꦏে হাজির হয়েছিলেন অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ায় উঠে আসা একটি ভিডিয়ো ক্লিপে স্টেডিয়ামে ভিআইপি স্ট্যান্ডে সচিন তেন্ডুলকরের সঙ্গে সোফায় বসে থাকতে দেখা গিয়েছে বিগ বি-কে। দুজনকে একে অপরের সঙ্গে কথা বলতেও দেখা গিয়েছে। এদিন অমিতাভ একটা সাদা হুডি ও কালো ট্রাউজার পরে হাজির হয়েছিলেন। যে হুডির উপরে মাঝি মুম্বইয়ের লোগো বসানো ছিল। অন্যদিকে প্রিন্টেড শার্ট-প্যান্টে দেখা গেল সচিনকে।