পরনে গেরুয়া বসন, গলায় গাঁদার মালা, আর কপালে তিলক, ‘যেমত যোগিনী পারা’, এভাবেই প্রয়াগরাজে চলমান মহাকুম্ভের আধ্যাত্মিক সমাবেশে পৌঁছে গিয়েছিলেন প্রীতি জিন্টা। সাদা সালোয়ার কামিজ আর লাল ওড়না📖 গায়ে ত্রিবেণী সঙ্গমে গিয়ে ডুব দিতেও দেখা যায় প্রীতিকে।
সোশ্যাল মিডিয়ায় মহাকুম্ভ মেলা ভ্রমণ থেকে মন্দির দর্শন হেঁটে হেঁটে গিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান, আবার সরস্বতী কূপে পুজো দেওয়া, সবকিছুরই বেশকিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেছেন প্রীতি। ক্যাপশনে তিনি লেখেন, 'কুম্ভমেলায় এই নিয়ে আমার তৃতীয়বার। এই সফর জাদুকর, হৃদয়গ্রাহী♔ হলেও কিছুটা দুঃখজনক ছিল।
প্রীতি আরও লেখেন, ‘আমার এই সফর ঠিক কেমন লেগেছে, তা যতই চেষ্টা করি ব্যাখ্যা করতে পারব না। তবে এই সফর জাদুকরী ছিল কারণ ওখানে আমি আমার মায়ের সঙ্গে গিয়েছিলাম। আর এটা ওঁর কাছে গোটা বিশ্বে মত ছিল। আর এটা দুঃখজনক ছিল কারণ আমি জীবন ও মৃত্যুর বিভিন্ন চক্র থেকে মুক্তি পেতে চেয়েছিলাম। শুধু জীবন ও আসক্তির দ্বৈততা উপলব্ধি করতে চেয়ছিলাম। আমি কি আমার পরিবার, সন্তান ও ভাℱলোবাসার মানুষকে ছেড়ে দিতে প্রস্তুত? না! আমি তা নই!’
আরও পড়ুন-BJP-র কথা শোনায় ১৮ কোটি﷽র লোন মকুব? কুম্ভ থেকে ‘অপ্রীতিকর’ অভিযোগ ওড়ালেন প্রীতি
‘সামনের একক যাত্রা’
প্রীতি তাঁর এক যাত্রা নিয়ে লেখেন, ‘এটা গভীরভাবে মর্মস্পর্শী ও নম্র যখন এটা আপনার উপর ভর করে✱, যে সংযুক্তির স্ট্রিংগুলি শক্তিশালী এবং আপনার আসক্তি যাই হোক না কেন, অবশেষে আপনি আপনার আধ্যাত্মিক যাত্রা এবং সামনের যাত্রায় একা!🙈’
অভিনেত্রী সব শেষে লেখেন ‘আমি এই ধারণাটি নিয়ে ফিরে এসেছি যে - আমরা আধ্যাত্মিক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ নই, তবে আধ্যাত্মিক প্রা🅺ণী যাঁদের মানবিক অভিজ্ঞতা রয়েছে, তবে এর বাইরে আমি কিছু জানি না। আমি আত্মবিশ্বাসী, আমি কৌতূহল নিয়ে সমস্ত উত্তর খুঁজছি, অবশ্যই সেটা তাঁর দিকে পথ প্রশস্ত হবে ... ততক্ষণ পর্যন্ত... হরহর মহাদেব আছেন।’
প্রসঙ্গত ২০২৫ সালের ১৩ জানুয়ারি উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয় মহাকুম্ভ মেলা। যা আজই (২৬🦩 ফেব্রুয়ারি) শেষ হবে। অক্ষয় কুমার, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, রবিনা ট্যান্ডন, জুহি চাওলা এবং হেমা মালিনীসহ বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটি গত কয়েকদিনে মহা কুম্ভে 🐟গিয়েছিলেন।