রতন টাটার মৃত্যুসংবাদ আসতে না আসতেই অনেকেই শোকাচ্ছন্ন হয়ে পড়েছেন। বিভিন্ন শিল্পীমহল থেকে ভরে যায় শোকবার্তা। সকলেই রতন টাটার সঙ্গে তাঁদের সুন্দর মুহূর্তের বিষয়ে বিভিন্ন পোস্ট করেন। শত পোস্টের মাঝেই একট🙈ি পোস্ট নজর কেড়েছে সকলের। তা হল পাকিস্তানি সঙ্গীতশিল্পী নাজ়িয়া হাসানের ভাই জ়োহেব হাসানের একটি পোস্ট।
তিনি রতন টাটার সঙ্গে তাঁরা দুই ভাইবোন মিলে দেখা করেন। রতন টাটা যে কত বড় মাপের মানুষ তা নিয়❀ে কোনও ধারণাই ছিল না জোহেব আর তাঁর বোন নাজ়িয়ার। সঙ্গীতশিল্পী এও বলেꦍন তিনিই প্রথম তাঁদেরকে বড় সুযোগ দেন।
আরও পড়ুন: (তুম্বাদ-এর ৬ বছর পূর্ত𒀰িতে নতুন ছবি ঘোষণা সোহমের, নতুন বছরে আসছে কী?
কে এই জ়োহেব ও নাজ়িয়া?
জ়োহেব ও নাজ়িয়া আইকনিক ডিস্কো দিওয়ানে অಞ্যালবামের জনপ্রিয় জুটি। ১৯৮০ সালে রতন টাটা সিবিএস ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন, তখন তিনি এই জুটির সঙ্গে আ🅠লোচনা করে তৈরি হয় এই বিখ্যাত মিউজিক অ্যালবাম। এটি শুধু ভারতেই নয়, গোটা দক্ষিণ এশিয়ার প্রথম শ্রেণির মিউজিক ভিডিয়ো অ্যালবামগুলির মধ্যে একটি।
হাসান জানান, যে একদিন, তিনি রতন টাটার কাছ থেকে একটি কল পেয়েছিলেন, তিনি তাঁকে সিবিএস ইন্ডিয়া নামক সঙ্গীত সংস্থার জন্য একটꦓি অ্যালবাম রেকর্ড করার জন্য আমন্ত্রণ জানান। সেই সময়ে, তিনি কার সঙ্গে কথা বলছেন তা তিনি জানেন না। কয়েকদিন পর টাটা মুখোমুখি কথোপকথনের জন্য তাঁর সঙ্গে দেখা করতে যান। হাসান সুন্দর পোশাক পরিহিত এই অত্যন্ত মৃদুভাষী মানুষটির সঙ্গে দেখা করে আপ্লুত হয়ে ওঠেন। পরবর্তীকালে রতন টাটা কে তা জানতে পের꧅ে তিনি অবাক হয়েছিলেন।
আরও পড়ুন: ('স꧒্নায়ুর অসুস্থতায় মৃতপ্রায় হয়ে পড়েছিলেন বিগ বি...' , জানালেন ‘শাহেনশাহ’ পরিচ🅠ালক)
আরও পড়ুন: ('এখন ভালো আছে.⛎..🔯’ দুর্ঘটনার পর প্রথমবার স্বামীর স্বাস্থ্যের আপডেট দিলেন প্রীতি)
তিনি আরও বলেন, ‘অ্যালবামটি প্রকাশের পর তিনি নাজিয়া এবং আমাকে তাঁর বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমরা ভেবেছিলাম তিনি সম্ভবত একটি প্রাসাদে থাকেন। যখন আমরা পৌঁছলাম তখন আমরা অবাক হয়ে গেলাম𓃲 যে ভারতের সবচেয়ে শক্তিশালী শিল্পপতি এমন একটি সাধারণ বাড়িতে থাকেন! এটি একটি ছোট ২ কামরার ফ্ল্যাট ছিল। আমরা তাঁর বোন, একজন চাকর এবং একজন #আলসেটিয়ানের সঙ্গে দেখা করেছি যাকে তিনি খুব ভালোবাসতেন। একজন মহান ব্যক্তির সঙ্গ💜ে একটি সাধারণ নৈশভোজ ছিল যা আজ পর্যন্ত আমি কখনই ভুলতে পারবো না।
মি. টাটা হলে🍌ন একজন জীবন্ত প্রমাণ, যে একজন মানুষ কতটা আইকনিক হতে পারেন। একজন ব্যবসায়ীও একজন সত্যিকারের ভদ্রলোক হতে পারেন। খুব মিস করবো RIP।’ গায়ক থ্রোব্যাক ছব🐷ির একটি কোলাজও পোস্ট করেন।