ফের টলিউড পাচ্ছে এক নতুন জুটি। প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে ওম সাহানিকে এবার দেখা যাবে একটি থ্র♛িলার ছবিতে। ছবিটির নাম 'বৃত্ত রহস্য'। ছবির কাজ খুব শিগগির শুরু হতে চলেছে। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তাপসী রায়।
'বৃত্ত রহস্য'-এর গল্প কেমন হবে?
এই ছবির গল্পকে শুধু ফিকশন বললে ঠিক হবে না, কারণ ছবিটির তার থেকেও অনেকটা বেশি কিছু। এখানে বৃত্ত সময়ের প্রতীক। ঠিক যেমন, জীবন বা অভিজ্ঞতা চক্রের মতো ফিরে আসে অবিরাম, সেই রকম। আর চক্রেই লুকিয়⛄ে এক গভীর রহস্য।
আরও পড়ুন: 'মানুষের মন জয় করার মতো শো…', ওগো বধূ সুন্দরী-র পর আর কি ফিরবেন ছোট পর্✅দায়, জবাব ঋতাভরীর
এই ছবির অন্যতম গুরত্বপূর্ণ একটি চরিত্র হল অধ্যাপিকা 'রীতা'। এই চরিত্রেই নজর কাড়বেন প্রিয়াঙ্কা সরকার। গল্পে ‘রীতা’ -এর মা বহু দিন ধরে অসুস্থ। অন্যদিকে, রীতা নিজে বিবাহবিচ্ছেদ নিয়ে জর্জরিত। কিন্তু অবশেষে এক সময় ‘রীতা’ পায় তাঁর কাঙ্খিত বিবাহবিচ্ছেদ। আর তারপর তার ভালোবাসা পাহাড়ের টানে বেরিয়ে পড়ে সে। ঘুরতে গিয়ে যে হোটেলে ওঠে রীতা, সেখানকার এক অতিথি 'সুশান্ত' -এর প্রতি 'রীতা' মনে মনে কিছুটা দুর্বল হয়ে পড়ে। এই 'সুশান্ত' -এর চরিত্রেই দেখা যাবে ওম সাহানিকে। ‘সুশান্ত’ পেশায় একজন গাইড বা পরামর্শদাতা। এবার নতুন ভালোবাসার দিকে পদক্ষেপ করার সময়েই 'রীতা'র জীবনে অদ্ভুত ঘটনা ঘটে। তারপর কী হয়? তার জন্য অপেক্ষা করতে হবে ছবি মুক্তির। ছবিতে এমন কিছু ঘটতে দেখা যাবে যা বিজ্ঞান বা প্রযুক্তির ব্যাখার বাইরে। তাই ছবিতে স্পেশাল এফেক্টস ও সিনেমাট📖োগ্রাফির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন: 'ইন্ডিয়া'স গট ল্যাটেন্ট' বিতর্কের মাঝেই OTT পಞ্ল্যাটফর্মগুলির জন্য ফের সতর্কতা জারি কেন্দ্রের
প্রিয়াঙ্কা সরকার ও ওম সাহানি▨ ছাড়াও এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অলিভিয়া সরকার, শাশ্বতী গুহঠাকুরতা, দেবলীনা দত্ত, লাবণী সরকার। উত্তরবঙ্গ ও কলকাতা মিলিয়ে ছবির শ্যুটিং হবে। ফেব্রুয়ারির শেষ দিকে ছবি শ্যুটিং শুরু হবে বলে জা🌸না গিয়েছে।
আরও পড়ুন: মহানায়িকাকে কেন 'স্যার' বলে ডাকতেন 🧜গুলজার? ‘আঁধি’ ৫০ বছর পূর্তিতে নিজেই জানাল♈েন পরিচালক
এটাই পরিচালক তাপসী রায়ের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফিল্ম। এর আগে অ্যাড ফিল্মস, মিউজিক ভিডিয়🐬ো ও স্বল্পদৈর্ঘ্যের ছবি করেছেন তিনি। এই ছবির গল্প লিখেছেন আলেখ্য তলাপাত্র। তিনি একজন এনআরআই, ঔপনাসিক।