শিবপ্রসাদের কান ধরে টান দিচ্ছেন বর্ষীয়ান রাখি গুলজার। হ্য়াঁ, এমনই কাণ্ড কারখানার ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে সেটা বাস্তবে নয় উইনডোজ-এর আগামী ছবি 'আমার বস'-এর পোস্টারে। আগামী ৯ মে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের এই ছবি। তবে তার আগে মা-ছেলের এই সুন্দর রসায়ন তুলে ধরা হল প্রযোজনা সংস্থার সোশ🌜্যাল মিডিয়ায়। যার ক্যাপশানে লেখা হয়েছে, ‘মায়ের কাছে সবাই জব্দ! দেখুন এই মা ছেলের একদম🔯 আলাদা এক গল্প, ৯ই মে থেকে বড় পর্দায়…।’
হ্য়াঁ, ঠিকই ধরেছেন, 'আমার বস' ছবিতে মা-ছেলের সম্পর্কেই ধরা দেবেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। কিন্তু রাখির শিবপ্রসাদের এভাবে কান টানা দেখে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। পোস্টারের নিচে কাঞ্চন মল্লিক মজা করে লিখেছেন, ‘আমার বসকে এতটা খারাপ পরিস্থিতিতে দেখে খুবই খারাপ লাগছে।’ শ্রুতি দাস মজা করে লেখেন, ‘বস-এর উপর বসগিরি, জিও (হা🉐 হা হাসির ইমোজি)’ আভেরি সিংহ রায় লিখেছেন, ‘বস-এরও বস থাকে হ্যাঁ!’ স্বাতী মুখার্জি সহানুভূতিশীল হয়ে লিখেছেন, ‘আহা রে…’। উমা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘যা হয় ভালোর জন্যই হয়।’