আর কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে সইফ 🅺আলি খান অভিনীত 'জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’। আগামী ২৫ এপ্রিল নেটফ্লিক্স ডিজিটাল প🐈্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা। এবার সর্বসমক্ষে এল সিনেমার পোস্টার। পোস্টার দেখে ভীষণ উচ্ছ্বসিত ভক্তরা।
'জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ সিনেমার যে পোস্টার সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, একটি অসামান্য লুক নিয়ে সামনের দিকে তাকিয়ে রয়েছেন সইফ। অভিনেতার চোꦕখে পড়েছে একটি হীরের ছায়া। বোঝাই যাচ্ছে হীরে চুরির গল্প নিয়েই তৈরি হতে চলেছে এই গোটা সিনেমাটি।
আরও পড়ুন: বোরখা বদলেছে 🍃ঘোমটায়! লাপাতা লেডিস কী তবে আরবি ছবির ‘টুকলি’? জানুন সত💎্যিটা
আরও পড়ুন: বিতর্কের রেশ ফিকে হতেই চ⛦েনা ছন্দে রণবীর! কার সঙ্গে পডকাস্ট শুরু করলেন বিয়ারবাইসেপ্স?
ছবির পোস্টার শেয়ার করে নেটফ্লিক্স🌞 ইন্ডিয়া ক্যাপশনে লিখেছে, ‘পৃথিবী নিজের পথে ঘুরছে কিন্তু সে তার নিজের খেলা খেলে চ🐓লেছে। দেখুন 'জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’ ২৫ এপ্রিল থেকে শুধুমাত্র নেটফ্লিক্সে।’
ছবির পোস্টার দেখে দর্শকরা মোটামুটি ছবির গল্প অনুমান করেছেন। হীরের চুরির গল্প নিয়ে যে গোটা সিনেমাটি তৈরি করা হয়েছে, সে আন্দাজ ইতিমধ্যেই করে ফেলেছেন ভক্তরা। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘দুর্দান্ত একটি সিনেমা হতে চলেছে।’ অন্য একজন লিখেছেন, ‘এই সৃজনশী✅ল ছবি বলে দিচ্ছে যে সিনেমা কতটা ভালো হতে চলেছে।’
সইফ প্রসঙ্গে
সিনেমার গল্প বা সিনেমা প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিছুদিন আগে সইফ বলেছিলেন, ‘এই সিনেমায় কাজ 🐠করার অভিজ্ঞতা দুর্দান্ত। সিদ্ধার্থ জানে কীভাবে অ্যাকশন, স্টাইল এবং গল্প উপস্থাপন করতে হয়। এই সিনেমার মাধ্যমে আমরা নিজেদের বেস্ট দেওয়ার সুযোগ পেয়েছি। জয়দীপ আহলাওয়াতের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে ভীষণ ভালো লেগেছে। গোটা ব্যাপারটা রোমাঞ্চকর।’
আরও পড়ুন: 'মানুষকে হাসানো আজকাল…', ‘হেরা ফেরি ৩’ নিয়ে কোন 💫চিন্তায় চিন্তিত প্রিয়দর্শন?
আরও পড়ুন: কেউ🐽 পরিবারের 💮সঙ্গে, কেউ আবার কাজের ফাঁকে, কীভাবে ইদ পালন করলেন বলি-তারকারা?
সিনেমা প্রসঙ্গে
সিনেমায় সইফ এবং জয়দীপ ছাড়া অভিনয় করেছেনꦆ কুনাল কাপুর এবং নিকিতা দত্ত সহ আরও অনেকে। গত ফেব্রুয়ারিতে সিনেমাটির টিজার মুক্তি পেয়েছিল যেখানে দেখ🐎ানো হয়েছিল সইফ এবং জয়দীপ এটি দুর্লভ হীরে চুরি করার প্ল্যান করেছেন। সিনেমাটি পরিচালনা করেছেন কুকি গুলাটি এবং রবি গ্রেওয়াল। ছবিটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং তাঁর শ্রী মমতা আনন্দ।