Sikandar box office collection day 9: এআর মুরুগাদোস পরিচালিত এবং সলমন খান ও রশ্মিকা মন্দ꧋না অভিনীত ছবিটি মুক্তির নবম দিনে, সপ্তাহের শুরুতেও ভালো অঙ্কের টাকা সংগ্রহ করেছে। Sacnil-এর মতে,♍ ছবিটি ভারতে এখন পর্যন্ত ১০৪.২৫ কোটি টাকা সংগ্রহ করেছে।
সিকন্দর বক্স অফিস কালেকশন
ট্রেড ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, শকুন্তলা সোমবার ভারতে প্রায় ১.৭৫ কোটি টাকা আয় করেছে, যার ফলে এর মোট সংগ্রহ গিয়ে দাঁড়ღিয়েছে ১০৪.২৫ কোটি টাকায়। প্রায় একই সময়ে (২দিন আগে, যেহেতু ইদের জন্য শুক্রের বদলে রবিবার আসে সিকন্দর) মুক্তি পাওয়া দক্ষিণী সিনেমা এল২ এমপুরানও এদিন প্রায় ১.৭৫ কোটি টাকা আয় করেছে, যার ফলে এই সিনেমাটির মোট সংগ্রহ ভারতে ১০০.১০ কোটি টাকা। অর্থাৎ সিকন্দরের সমান সমান।
ছবিটি ৩০ মার্চ রবিবার ইদে মুক্তি পাওয়ার পর, ২৬ কোটি টাকা আয় করে। আর প্রথম শুক্রবার পর্যন্ত ৯৩.৭৫ কোটি টাকাসংগ্রহ ছিল। তারপর সপ্তাহান্তে ৪ কোটি এবং ৪.৫ কোটি টাকা আয় করে। ছবিটি ৮ দিনে ভারতে ১০০ কোটি টাকার সীমা অতিক্রম করেছে এবং শীঘ্রই বিশ্বব♉্যাপী ২০০ কোটি টাকা অতিক্রম করার পথে।
যদিও এই সংখ্যা ✃ততটাও খারাপ নয়, তবে সলমন খানের ইদের সিনেমা নিয়ে আরও উচ্চ 🦄প্রত্যাশা থাকে, সেদিক থেকে ছুঁতে পারল না অতটাও সাধারণের মন। সলমনের আগের সিনেমা টাইগার ৩ বিশ্বব্যাপী ৪৬৪ কোটি টাকা আয় করেছিল।
তবে আপাতত সিকন্দর চলতি বছরের বছরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলির মধ্যে একটি। তব🤡ে এর অনেকটাই আগে আছে ভিকি কৌশলের ছাবা। যা দেশব্যপী ৫০০ কোটির গণ্ডি ছাপিয়🎶ে গিয়েছে।
সিকন্দর সম্পর্কে
সিকন্দরে সলমন খান সঞ্জয় রাজকোটের ভূমিকায় অভিনয় করেছেন 🎉এবং রাশ্মিকা তাঁর স্ত্রী-র ভূমিকায়। মুক্তির পর, ছবিটি খুব সাধা𝕴রণ গল্প, খারাপ অভিনয়, এবং তত্যাধিক খারাপ পরিচালনার জন্য সমালোচিত হয়। সত্যরাজ, কাজল আগরওয়াল, শরমন যোশি, প্রতীক বাব্বররাও এতে অভিনয় করেছেন।
মালয়ালমꦿ ছবি ২৭ মার্চ থিয়েটারে মুক্তি পেয়েছে এবং ভালোই টক্কর দিচ্ছে সলমনেক সিনেমাকে। দেখার বিষয় সিকন্দর বাকি সপ্তাহটা 🎃কেমন ফল করে।