ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এ শীঘ্রই আসতে চলেছেন শাবানা আজমি। সঙ্গে থাকবেন ডাব্বা কার্টেল সিরিজের তাঁ꧋র দুই সহ অভিনেত্রী অঞ্জলি আনন্দ এবং শালিনী পান্ডে। এই রিয়েলিটি শোতে এসে বর্ষীয়ান অভিনেত্রীকে মুখোমুখি হতে হ🗹য় এবারের অন্যতম প্রতিযোগী মানসী ঘোষের।
আরও পড়ুন: 'এত ছোট স্তনে কাজ হবে না🔯', নীনাকে এমন কথা ক🎃েন বলেছিলেন সুভাষ ঘাই?
আরও পড়ুন: পুরনো পরিচালক গিল্ডে ঘর ওয়াপসি সৃজিত, রাহুল, অরিন্দমদের! নতুন গিল্ডকে🎃 কি ব্রাত্য করল ফেডারেশন?
কী ঘটেছে?
এদিন যে প্রোমো চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে দুজন পুলিশবে𓂃শ🍸ী ব্যক্তি এসে একটি টিফিন বক্স রেখে যান। আর মানসীকে একটি পুলিশের টুপি পরিয়ে যান। তখন মানসী সেই টিফিন বক্স খুলতেই একটি কাগজ পান। সেখানে লেখা তিনি তখনই শাবানা আজমিকে প্রশ্ন করতে পারবেন যখন এবারের অন্যতম বিচারক বাদশা ৫টা পুশ আপ করবেন।
এটা শুনতেই উঠে গিয়ে বাদশা পুশ আপ কর🅺তে শুরু করে দেন। তবে 5 টায় থামেননি তিনি। ১৬ টা পুশ আপ করেন। এরপরই শাবানা আজমিকে মানসী জিজ্ঞেস করেন, ' শাবানা ম্যাম আপনি লিজেন্ডারি লেখক কাইফি আজমির মেয়ে আবার জাভেদ আখতারের স্ত্রীও বটে। কিন্তু আপনার মতে কে একটু হ💖লেও বেশি ভালো লেখক? ভালো লেখেন?'
জবাবে এদিন বর্🧔ষীয়ান অভিনেত্রী বলেন, 'আমার জন্য বিষয়টা খুব কঠিন ছিল যে আমি কোনও কবিকে বিয়ে করব। তো তাঁকে জাভেদ আখতারের সমকক্ষ কাউকেই হতে হতো। নইলে অন্য কারও সঙ্গে আমার কোনও তুলনাই হয় না।'
মানসী এরপর আবার জানতে চান যে তাঁদের সিরি༒জ ডাব্বা কার্টেলে কে সব থেকে বেশি টেক নিয়েছে। জবাবে এক অভিনেত্রী জানান তাঁদের পরিচালক সব থেকে বেশি টেক নিয়েছেন।
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে। বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদ𓄧লানি।