Soumitrisha: অন্য কোথাও নয়, জন্মদিনে গোপাল-ভক্ত সৌমিতৃষার বৃন্দাবনে বাড়ি কেনার ইচ্ছাপ্রকাশ! বললেন, 'ওখানে গিয়ে যাতে…' Updated: 23 Feb 2025, 07:23 AM IST Subhasmita Kanji Soumitrisha Kundu: আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই বাংলার দর্শকের অতি প্রিয় মিঠাইরানি ওরফে সৌমিতৃষা কুন্ডু ২৩ বছরে পা দিতে চলেছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। এই বছরটা তিনি কীভাবে কাটাবেন জানালেন প্রাক বার্থডে সেলিব্রেশনে।