Viral Ghibli Trend:꧒ জাপানি অ্যানিমেশন স্টুডিয়ো ঘিবলি দীর্ঘদান ধরেই মানুষের মনে একটি স্মরণীয় স্থান করে আছে। তীব্র পরিশ্রম ও শিল্পীর ছোঁয়া ঘিবলির প্রতিটি অ্যানিমেশন মুভিতে। এবার সেই ঘিবলি ট্রেন্ডেই গা ভাসাল নেটপাড়া। গোটা দেশেই ভাইরাল জ্বরের মতো ছড়িয়ে পড়েছে এই ট্রেন্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে সচিন তেন্ডুলকর, ইন্ডিয়া পোস্ট (ভারতীয় ডাক বিভাগ) থেকে শশী থারুর, সকলেই পোস্ট করছেন তাঁদের ঘিবলি পিক! চ্যাটজিপিটির মতো বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ ব্যবহার করে ঘিবলি আর্টের আদলে নিজেদের ছবি তৈরি করছেন সকলে।
♕ভারত সরকারের অনলাইন ওয়েবসাইট ‘মাইগভ ইন্ডিয়া’ থেকে সম্প্রতি একটি পোস্ট করা হয় টুইটারে। তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে ঘিবলি ফিল্টারে। নরেন্দ্র মোদী অবশ্য একা নন। চারটে ছবির মধ্যে দুটিতে তাঁর সঙ্গে রয়েছেন দুই দেশের রাষ্ট্রনায়ক। এর মধ্যে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আরও পড়ুন - ♑কাউন্টারে থেকে কাটা সংরক্ষিত টিকিট বাতিল করা যাবে এক ফোনেই! নয়া নিয়ম রেলের
ꦛসচিন তেন্ডুলকরও এই ট্রেন্ড থেকে বাদ পড়েননি। তাঁর কথায়, শুনলাম এআই দিয়ে তৈরি কিছু নেটদুনিয়ায় ট্রেন্ড হয়েছে। তাই ভাবলাম, ক্রিকেট দুনিয়া ঘিবলি আঁকে দেখি। এই ক্যাপশনের সঙ্গেই জুড়েছে না নিজের দুটি ছবি জুড়েছেন সচিন। ২০১১ সালের আইসিসি ওয়ার্ল্ড কাপ জয়ের সেই ‘ঘিবলি’ ছবিই এখন তাঁর প্রোফাইলে জ্বলজ্বল করছে!
ꦫঅন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুরও গা ভাসিয়েছেন ঘিবলি ট্রেন্ডে। তবে তিনি নিজে এই ছবিগুলি তৈরি করেননি বলেই লিখেছেন তাঁর পোস্টে। তাঁর কথায়, আমার শুভানুধ্যায়ীরা এই ছবি চারটি পাঠিয়েছেন। পোস্টের ক্যাপশনের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে ছবি চারটি।
আরও পড়ুন - 🌌বারাসত, মধ্যমগ্রামের বাতাস জু়ড়ে শুধু কালো ছাই! ২৪ ঘণ্টা পরও আতঙ্কে স্থানীয়রা
👍অন্যদিকে ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল পেজ থেকে ঘিবলি ট্রেন্ডের ছবি পোস্ট করা হয়েছে টুইটারে। ডাক বিভাগের কর্মীদের তুলে ধরা হয়েছে পোস্টে।
꧙প্রসঙ্গত, ঘিবলি স্টুডিয়োর এই ট্রেন্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন মূল শিল্পী মিয়োজাকি ও ঘিবলি স্টুডিয়ো। শিল্পীর নিজস্ব আর্টকে এভাবে ব্যবহার করার জন্য ইতিমধ্যেই নির্দিষ্ট সংস্থাকে আইনি নোটিস পাঠিয়েছে ঘিবলি। এই অ্যানিমেশন ও শিল্পীর অনুরাগীদের তরফেও শোনা গিয়েছে প্রতিবাদ।