গত ২৬ ডিসেম্বর দুবাইতে রাস আলখাইমা উপকূলের কাছে এক বিমান দুর্ঘটনা ঘটে যায়। আর সেই ঘটনায় যে ২ জনের মত্যু হয়েছে, তাদের মধ্যে একজন হলেন ভারতীয় বংশ💎োদ্ভূত চিকিৎসক সুলেমা🐓ন আল মাজিদ। তাঁর বাবা মাজিদ মুকার্রাম জানিয়েছেন, বিমান টেক অফের খানিক পরই সেই বিমানটি ভেঙে পড়ে।
জানা যাচ্ছে, দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক সুলেমা⭕ন আল মাজিদ ছাড়াও ছিলেন এক পাকিস্তানি মহিলা। ২৬ বছর বয়সী ওই পাকিস্তানি মহিলারও এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়। জানা গিয়েছে, পাকিস্তানি মহিলার সঙ্গে সহ পাইলট হিসাবে বিমানটি চালাচ্ছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক। জানা যাচ্ছে, ✱বিমানটি কোভ রোটানা হোটেলের আকাশ সীমার কাছে আসতেই দুর্ঘটনা হয়। সেই সময় স্থানীয় সময় ছিল দুপুর ২টো। এদিকে, সেদেশের জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথরিটি বিষয়টি নিশ্চিত করেছে। জানা গিয়েছে, এই দুর্ঘটনা নিয়ে তারা তদন্তেও নামছে। জানা যাচ্ছে, এই বিমান জাজিরা অ্যাভিয়েশন ক্লাবের। এই তথ্য দিয়েছে খালিজ টাইমস।
( Manipur CM Biren Singh: ‘অনুশোচনা হচ্ছে, ক্ষমা চাইছি’, মণিপুরের হিংসা নিয়ে CM𝕴 বী🤡রেন সিংয়ের বার্তায় কোন ইঙ্গিত?)
( Kolkata Metro Fare: বছরের শুরুতেই যাত্রীদের জন্য দুঃ꧒সংবাদ! ভাড়া বাড়ল দমদম-কবি সুভাষ রুটে রাত ১০.৪০র শেষ মেট্রোর)