ফের এক হাইপ্রোফাইল অপরাধের ঘটনার খবরে এদিন ঘুম ভেঙেছে মায়ানগরী মুম্বইয়ের। শহরের অন্যতম অভিজাত এলাকা বান্দ্রায় সইফ আলি খানের বাড়ির ভিতর অভিনেতাকে ৬ বার কুপিয়ে হামলা করার অভিযোগ রয়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশের ৭ টিম ইতিমধ্যেই নেমে𝄹ছে তদন্তে। খোঁজ শুরু হয়েছে অভিযুক্তকে ঘিরে। বহু রহস্য, প্রশ্ন দানা বাঁধছে গোটা ঘটনায়।
‘এনডিটিভি’র রিপোর্টে বলা হয়েছে, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সইফ আলি খানের বাড়ির পরিচারিকা ওই অভিযুক্তকে চিনতেন। পরিচারিকার সাহায্যেই কি বাড়িতে ঢুকেছিল ওই অভিযুক্ত? এমনই নানান প্রশ্নের উত্তর খুঁজতে ওই পরিচারিকাকে জেরা শুরু করেছে মুম্বই পুলিশ। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল? ঘটনায় ‘লিড’ খুঁজছে পুলিশ। এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা যাচ্ছে, সইফ আলি খানের বাড়ির ভিতরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তাতে দেখা গিয়েছে, ঘটনার ২🌌 ঘণ্টা আগেও সেই জায়গা দিয়ে কাউকে ঢুকতে দেখা যায়নি। তাহলে কি তারও বহু আগে ওই হামলাকারী সইফ আলি খানের বাড়িতে ঢুকে বসেছিল? সইফের ওপর সে হামলা করবে বলেই কি কোনও গোপন ছক ছিল তার? এমনই নানান প্রশ্ন সামনে আসছে। প্রশ্ন উঠছে, সইফ আলি খানের মতো এক তাবড় অভিনেতার বাড়ির নিরাপত্তা নিয়েও। জানা যাচ্ছে, ওই ঘটনা সইফ আলি খানের বাড়িতে রাত ২.৩০ মিনিটে ঘটেছে। এদিকে, আপাতত অভিনেতা ভর্তি রয়েছেন লীলাবতী হাসপাতালে। তিনি বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে,' অভিনেতা সাইফ আলি খানের বাড়িতে অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। অভিনেতꦑা ও অনুপ্রবেশকারীর মধ্যে হাতাহাতি হয়। অভিনেতা আহত হ🍨য়ে চিকিৎসাধীন। তদন্ত চলছে।'
( Probe on PIA Ad:পিআইএর ‘প্যারিস উই আর কামিং﷽’ বিজ্ঞাপন ফেরাল ৯/১১র স্মৃতি! 'কে বানিয়েছেন?' তদন্তের নির্দেশ শাহবাজ সরকারের)
( Malavya Rajyog: শুক্রের উদয়ে তৈরি হতে চলেছে মালব্য রাজযো꧙গ! টাকাকড়িতে বিপুল লাভ ৩ রাশির, লাকি কারা🐎?)
কিছুদিন আগেই মুম্বই দেখেছে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ড। ঘটনায় সদ্য মুম্বই পুলিশ তার চার্জশিটে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনায় আনমোল বিষ্ণোই রয়েছে ‘ওয়ান্টেড’। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুম্বইয়ের বুকে আরও এক অপরাধ। এছাড়াও সলমন খানের কাছে সদ্য নভেম্বর মাসে হুমকি 🧔বার্তা আসে। তারও কিছু মাস আগে সলমনের বাড়ির সামনে গুলি চালনার ঘটনা ঘটে। উল্🤡লেখ্য, সইফ ও সলমন খান দুজনেই বহু বছর আগে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে অভিনয় করেছিলেন একসঙ্গে।