অনিরুদ্ধ ধর
গত অগস্ট মাসে লেখক সলমন রুশদির উপর ভয়াবহ হামলা হয়েছিল। নিউ ইয়র্কে একটি সাহিত্য সম্মেলনে আচমকাই তাঁর উপর হামলা হয়েছিল। আর তার জেরেই এ𝐆বার এক চোখের দৃষ্টি হারালেন এই প্রখ্য়াত লেখক। পাশাপাশি তিনি একহাতের ব্যবহারও হারিয়েছেন বলে খবর। বার বার তাঁর শরীরে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। তার জেরেই এই পরিস্থিতি।
তাঁর নভেল The Satanic verseﷺs এর জেরে তাঁকে বার বার খুনের হুমকি দেওয়া হত। ভারতেই জন্মেছিলেন সলমন রুশদি। সেই লেখককেই অন্তত ১২বার ছুরﷺির আঘাত করা হয়েছিল। তবে তাঁর আঘাতের অভিঘাত ঠিক কতটা ছিল তা এখনও পরিষ্কার নয়।
রুশদির লিটারারি এজেন্ট অ্যান্ড্রিউ উইলি স্প্যানিস সংবাদপত্র এল পাইসকে জানিয়েছেন, ৭৫ বছর বয়সী লেখক একটি চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন। তাঁর ঘাড়ে তিনটি গভীর আঘাত রয়েছে। একটি হাত অকেজো হয়ে গিয়েছে কারণ সেই হাতের নার্ভগুলি কেটে গিয়েছে। বুকে ও অꦫন্যত্র অন্ত✤ত ১৫টি আঘাত ছিল তাঁর। সুতরাং এটি একটি নৃশংস হামলা ছিল।
তবে রুশদি এখনও হাসপাতালে রয়েছেন কি না সেব্যাপারে কোনও মন্তব্য করা হ🗹💝য়নি।
ভারতেই মুসলিম কাশ্মিরী পরিবারের জন্মেছিলেন রুশদি। জীবনের অন্তত ৯টি বছর তিনি গোপন ডেরায় ব্রিটিশ পুলিশের সুরক্ষায় থাকতেন। ১৯৮৮ সা🍌লে তাঁর চতুর্থ বই স্যাটানিক ভার্সেস প্রকাশিত হয়েছিল। ২৪ বছর বয়সী হাদি মাতার তার উপর নৃশংস আঘাত করেছিল বলে অভিযোগ।