সম্প্রতি দলেরই মহিলা সাংসদকে 'যৌনগন্ধী কুমন্তব্য' করেন তৃণমূল কংগ্রেসের এই বর্ষীয়ান সাংসদ। এই সময়, আনন্দবাজার, সংবাদ প্রতিদিন সহ একাধিক বাংলাদ সংবাদমাধ্যমে এই সংক্রান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছিল। সেই ঘটনায় এবার ময়দানে নামল বিজেপি। দাবি করা হচ্ছে, মহিলা সাংসদের বিরুদ্ধে কুকথা বলার পরে সেই বর্ষীয়ান তৃণমূল সাংসদকে একাধিকবার সংযত হওয়ার জন্যে বলেছিলেন দলেরই অন্যান্য সাংসদরা। তবে তিনি নিজের বাক্যবাণ থামাননি। এদিকে মহিলা সাংসদকে অসম্মান করার ঘটনায় দলের আরও কয়েকজন মহিলা সাংসদ সেই বর্ষীয়ান সাংসদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন বলে দাবি করা হয়েছে। (আরও পড়ুন: 'আমি আসছি...', বাংলাদেশে আওয়ামি লিগ ক✃🌠র্মীদের বড় বার্তা হাসিনার)
আরও পড়ুন: 'গার্ডিয়ান' বাংলাদেশের ম্যাপ বꦬদলে যাবে? বিস্ফোরক উপদেষ্টা, চাইলেন সেনার সাহায্য
এই গোটা ঘটনা নিয়ে অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। এদিকে তার আগে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন অমিত। তাতে দেখা যাচ্ছে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কীর্তি আজাদের নামে কথোপকথন হচ্ছে। যদিও সেই চ্যাট এবং ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা। (আরও পড়ুন: 'ওসামা বিন লাদেনপ্রেমী' বাংলাদেশ নিয়🅠ে সতর্কতা জারি আমেরিকার)
আরও পড়ুন: 'ইজরায়েলকে হারাতে' বাংলাদেꩵশে তাণ্ডব, 🍃জুতো চুরি মৌলবাদীদের, রাতে ঘুম ভাঙল ইউনুসের
রিপোর্ট অনুযায়ী এই গোটা ঘটনার সূত্রপাত গত ৪ এপ্রিল। সেদিন নির্বাচন কমিশনে প্রতিবাদ কর্মসূচি ছিল তৃণমূলের। সেখানে যোগ দেওয়ার আগে দিল্লিতে তৃণমূলের পার্টি অফিসে গিয়েছিলেন সাংসদরা। সেখানে এক মহিলা সাংসদ দেখেন স্মারকলিপির যেখানে সই করতে হবে সেখানে তাঁর নাম নেই। এরপর তিনি এনিয়ে প্রশ্ন করেন। তারপর হাতে লিখে দেওয়া হবে এমন কথা বলা হয়। এরপর নির্বাচন কমিশনের ভবনের কাছেও তার রেশ চলতে থাকে। এই সময় অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এক সাংসদের দাবি, নির্বাচন কমিশনে পৌঁছনর পরেও ওঁকে লক্ষ্য করে যাচ্ছেতাই ভাষায় মন্তব্য করে যাচ্ছিলেন ওই বর্ষীয়ান সাংসদ। তাতে আমার অনেক সহকর্মী তো বটেই এমনকী নির্বাচন কমিশনের আধিকারিক, সেখানে ডিউটিরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও অপ্রস্তুত হয়ে পড়েন। উনি ধাক্কাধাক্কি পর্যন্ত করছিলেন। সবার সামনে। ওই মহিলা সাংসদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলেন ওঁকে সামলাতে। (আরও পড়ুন: কথা♍ মনে হয় কানে যায়⭕নি বাংলাদেশের, মোদীকে 'ছুড়ে ফেলার' বার্তা 'বিপ্লবী' সারজিসের)
এদিকে একাধিক প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, এক সাংসদ প্রবীণ এমপিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন, দিদি সবাইকে নিয়ে চলার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। তবে তাতেও ক্ষান্ত হননি এই প্রবীণ সাংসদ। তিনি এরপর ওই সাংসদকে নানা কটাক্ষ করেন গ্রুপে। এমনকী মহিলা সাংসদকে ইন্টারন্যাশানাল গ্রেট লেডি বলেও কটাক্ষ করেন। এমনকী অশালীন নানা মন্তব্য করা হয়েছিল গ্রুপে। এরপরই রাতে ওই মহিলা সাংসদ হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে বেরিয়ে যান বলে খবর। (আরও পড়ুন: কাশীপুরে ফিরহাদ-অতীনর সামনে TMC-র মারামা🐷রি! বসে 'মজা' দেখল BJ𓆉P,আপনিও দেখুন কাণ্ড)
আরও পড়ুন: 'দায় মমতার…', WAQF জমি ꦿহারাꦇনো ভয়ে রেললাইন 'দখল', 'জেলা গুলিয়ে ফেলল' BJP
অন্যদিকে গোটা ঘটনায় শোরগোল পড়েছে তৃণমূলের অন্দরে। এমনকী নেত্রীর কানেও গোটা বিষয়টি গিয়েছে বলে খবর। এদিকে এই সময় অনলাইনের প্রতিবেদন অন যে সাংসদের বিরুদ্ধে অভিযোগ তিনি আবার ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, দিল্লির পার্টি অফিসে ♔পৌঁছনর পরে ওই মহিলা এমপিই প্রথমে আমার সঙ্গে অভদ্র আচরণ করেন। অত্যন্ত খারাপ ভাষায় কথা বলেন। তবে এই গোটা পরিস্থিতি নিয়🦹ে সেই মহিলা সাংসদের প্রতিক্রিয়া মেলেনি।