ISL-এ আজ পর্যন্ত কখনও ট্রফি জেতেনি হোম টিম! যুবভারতীতে শনিবারের ফাইনালে কি সেই অভিশাপ কাটাবে MBSG?
Updated: 11 Apr 2025, 10:16 PM ISTএখনও পর্যন্ত চারবার আইএসএলের কাপের ফাইনাল বসেছে ফাইনালিস্ট দলের হোম গ্রাউন্ডে। কিন্তু মিথ বলছে একবারও কোনও হোম টিম ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হতে পারেনি। তাহলে কি মোহববাগানও শনিবারের ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততে পারবে না?
পরবর্তী ফটো গ্যালারি