I-League champi💝ons East Bengal Women’s Team: ইস্টবেঙ্গল ক্লাবের ছেলেরা যেই কাজটা করতে ব্যর্থ হয়েছে, সেটাই এবার করে দেখাল লাল হলুদের মেয়েরা। অবশেষে আই লিগ জিতল ইস্টবেঙ্গল। এই জয় এল টিমের মেয়েদের হাত ধরে। সৌম্যা গুগুলোথের জয়ꦯসূচক গোলে ইস্টবেঙ্গল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওড়িশা এফসিকে ১-০ ব্যবধানে হারিয়ে নিজেদের প্রথম ইন্ডিয়ান উইমেনস লিগ (আইডব্লিউএল) শিরোপা জয় করল।
এই ঐতিহাসিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল পশ্চিমবঙ্গের কাল্♐যাণী স্টেডিয়ামে। ম্যাচটি শুক্রবার অনুষ্ঠিত হয়েছিল। কাল্যাণী স্টেডিয়ামে ইন্ডিয়ান উইমেনস লিগে ইস্টবেঙ্গলের হয়ে জয়সূচক গোলটি করেন সৌম্যা গুগ🧸ুলোথ।
দেখুন সেই গোলের ভিডিয়ো-
আরও পড়ুন … Liverpool FC-ꦆর সঙ্গে মহম্মদ সালাহ-র নতুন চুক্তি! ২০২৭ পর্যন্ত খেলবেন দ্য রেডস-দের হয়ে
এদিনের জয়ের পরে মাঠেই আনন্দে ভেসে যায় লাল হলুদের মেয়েরা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। এই জয়ের পরে গোটা ౠস্টেডিয়ামে ফুটবলার ও টিমের 🦹বাকি সদস্যরা জয়ের হাততালি দিতে থাকেন। লাল হলুদের সমর্থকেরাও এই আনন্দে ভেসে যান।
দেখুন সেই মুহূর্তের ভিডিয়ো-
আরও পড়ুন … এটা বিশাল লার্নিং এক্সপেরিয়♏েন্স: গম্ভীর-নেহরাদের কোচিং♛ নিয়ে কী বললেন ওয়াশিংটন?
এই জয়ের পরে সোশ্যাল মিডিয়াতে প্রিয় দলকে নিয়ে শুভেচ্ছাবার্তা ঝড় উঠেছে। ‘ঐতিহাসিক মুহূর্ত! মেয়েদের হাত ধরে প্রথমবার এবং প্রায় দুইদশক পর জাতীয় লিগ খেতাব ঘরে তোলার পাশাপাশি এএফসি কাপের প্লে অফে যোগ্যতা অর্জন করলো ইস্টবেঙ্গলের মহিলা♌ ফুটবল দল।’ সমর্থকেরা তাদের প্রিয় দলের সাফল্য নিয়ে🐲 সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলেন।
আরও পড়ুন … ভ🥂িডিয়ো: ইডেনের গ্য🅺ালারিতে গোয়েঙ্কার দলের অ্যাডমিনের সঙ্গে নাইট ভক্তের ঝামেলা
এদিনের 🌠ম্যাচে ৬৯ মিনিট পর্যন্ত কোনও দলই গোলের মুখ কউলতে পারেনি। তবে শেষ পর্যন্ত গোলের মুখ খোলেন ইস্টবেঙ্গলের সৌম্যা গুগুলোথ। এই গোলের ফলে আইলিগ নিশ্চিত করে ইস্টবেঙ্গল। এই জয়ের পরে একদিকে যেমন ইস্টবেঙ্গলে খুশির জোয়ার দেখা দিচ্ছে তেম♒নই অন্য দিকে সমালোচকরা ইস্টবেঙ্গল ক্লাবের পুরুষ ফুটবল দলকে নিয়ে মজা করছে। নাা মিম তৈরি কর হচ্ছে। যেখানে RCB-র মতোই ইস্টবেঙ্গলকে খোঁচা দেওয়া হচ্ছে।
এই মিমে দেখা যাচ্ছে ই🗹স্টবেঙ্গলের পুরুষ দল একটি গ্যাস সিলেন্ডার কিছুতেই তুলতে পারছেন না, তবে একজন মহিলা এসে সেই সিলেন্ডারটা সহজেই তুলে নেন। 🃏এই ধরনের মিম বেশ ভাইরাল হয়েছিল যখ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মহিলা দল অর্থাৎ স্মৃতি মন্ধানারা মহিলা প্রিমিয়ার লিগ জিতেছিল। সেই ছবি আবারও সোশ্যাল মিডিয়াতে ফিরে এসেছে।
তবে সমালোচকরা যাই বলুক, এই জয় বাংলা ফুটবলের জন্য বেশ গর্বের। কারণ বাংলার মহিলা ফুটবল দল যে এখন যে কোনও দলকে টক্কর দিতে পারবে তা বেশ൩ বোঝা যচ্ছে। আর ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যে নিজেদের সব বিভাগের দিকেই সমান নজর দিচ্ছেন তাও এদিনের জয় থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তꦇাই এই জয়ের জন্য ইস্টবেঙ্গল মহিলা দলকে সকলেই কুর্নিশ জানাচ্ছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।