ISL 2025 Final Match Ticket Controversy: রাত পোহালেই আইএসএল ২০২৫-এর বহু প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। এই ফাইনাল ম্যাচে যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগানের মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগানের ম্যাচে প্রায়🙈 ষাট হাজার সমর্থকের গর্জনে কেঁপে উঠেছিল সল্টꦫলেক স্টেডিয়াম। অথচ ফাইনাল ম্যাচের টিকিট বিক্রি নিয়ে তৈরি হয়েছে প্রবল ক্ষোভ। এরপরে বাগান সমর্থকদের চাপে পড়ে ফের টিকিট ছাড়ল এফএসডিএল। নতুন লিঙ্ক পোস্ট করে কী বার্তা দিল আইএসএল কর্তৃপক্ষ?
আইএসএল কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে টিকিট ‘সোল্ড আউট’, একটিও আর বাকি নেই। 𝔍কিন্তু সাধারণ বহু মোহনবাগান সমর্থকই বলছেন যে, তাঁরা এখনও পর্যন্ত একটি টিকিটও হাতে পাননি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে এতগুলো টিকিট গেল কোথায়?
এই পরিস্থিতিতে তীব্র ক্ষোভে ফেটে পড়েছে মোহনবাগান সমর্থকদের সংগঠন মেরিনার্স বেღস ক্যাম্প। সোশাল মিডিয়ায় এফএসডিএল-কে সরাসরি আক্রমণ করেছে তারা। মেরিনার্স বেস ক্যা🐻ম্পের তরফ থেকে লেখা হয়েছে, ‘আমাদের দিয়ে তোমরা স্লোগান দেওয়াও, আমাদের আবেগ ক্যামেরাবন্দি করো। আমাদের টিফো, আমাদের ভরা গ্যালারি—এসব তোমাদের ভিডিয়ো রিল আর ডিজিটাল এনগেজমেন্ট বাড়ানোর হাতিয়ার। অথচ যখন আমরা মাঠে গিয়ে খেলাটা দেখতে চাই, তখন আমাদের জায়গা হয় না!’
আরও পড়ুন … কেন ব্য🌳ক্তিগত মোটরবাইক বিক্রি করে দিয়েছিলেন কিউরেটর? PCB-র বিরুদ্ধে আরও এক আর্থিক দুর্নীতির অভিযোগ!
তারা আরও কটাক্ষ করে লিখেছে, ‘ফাইনালের মতো ম্যাচে যখন টিকিট বিতরণের কথা আসে, তখন তোমরা আমাদের ভুলে যাও। লিগ জুড়ে যে সমর্থন আমরা দিয়েছি, অন্য কেউ সেটা দিতে পারেনি। ভারতীয় ফুটবলের হৃদস্পন্দন যে গোষ্ঠী—তাদ♛েরই কিনা মাঠের বাইরে রেখে দিচ্ছো তোমরা। ভাবছো, এইভাবেই ফুটবলকে উৎসব বানাবে? লজ্জা থাকা উচিত FSDL-এর। তবে মনে রেখো, 💜আমাদের সংস্কৃতি তোমরা দখল করতে পারবে না।’
সমস্যার শিকড় সম্ভবত আয়োজনে। আইএসএল ফাইনাল যেহেতু একট꧋ি নিরপেক্ষ ম্যাচ হিসেবে বিবেচিত, তাই এটি কোনও দলের হোম ম্যাচ নয়। ফলে আয়োজক হিসেবে ম্যাচের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এফএসডিএলের হাতে রয়েছে। তারা জানিয়েছে, দুই দলকেই সমান সংখ্যক টিকিট দেওয়া হয়েছে। প্রথম দফায় বৃহস্পতিবার বিকেলে টিকিট ছাড়া মাত্র দু’ঘণ্টার মধ্যেই তা শেষ হয়ে যায়।🅷 এরপরও সমর্থকরা আশা করেছিলেন দ্বিতীয় দফায় আরও কিছু টিকিট ছাড়া হবে। কিন্তু আইএসএলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকেই জানিয়ে দেওয়া হয়, সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে।
এই অবস্থায় হাজার হাজার মোহনবাগান সমর্থকের প্রশ্নꦑ—স্টেডিয়ামে গিয়ে নিজেদের দলের পাশে দাঁড়াবে কীভাবে? কেউ কেউ হতাশ, কেউ ♊কেউ ক্ষুব্ধ। আর অনেকেই বলছেন, মাঠে যেতে না পারলেও, এই আবেগকে কোনওভাবেই দমন করা যাবে না।
আরও পড়ুন … ওয়েস্ট ইন্ডিজে ꦑকাছে হেরে ধাক্কা খেল আয়ারল্যান্ড, স্কটল্যান্ডকে হারিয়ে শীর্ষ💟ে পাকিস্তান
এরপরে আইএসএল এর পক্ষ থেকে আরও একটি পোস্ট করা হয়। বলা হয় আইএসএল ২০২৫ ফাইনালের টিকিট এখনও সংগ্রহ করা যাবে। তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট শেয়ার করেছে। যꦺেখানে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের টিকিটের কথা বলা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।