টেস্ট এবং ওয়ানডে-তে টানা চারটি হাফ সেঞ্চুরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ইশান কিষান। চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত ফর্মে থাকা ইশান অবশ্য প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যর্থতার♎ মুখে পড়েছেন। বাঁ-হাতি মিডিয়াম পেসার ওবেদ ম্যাকয়কে বড় শট মারতে গিয়ে মিড-অনে তালুবন্দি হন ইশান।
তবে ওডিআই-এ তাঁর পারফরম্যান্স নিয়ে কিন্তꦕু জোর চর্চা চলছে। তাঁর চমকপ্রদ স্ট্রোকপ্লে ছাড়াও, কিষান ওডিআই এবং টেস্ট সিরিজের সময়ে স্টাম্প মাইকে ধরা পড়া তাঁর হাস্যকর মন্তব্যের মাধ্যমে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে। এই রকমই একটি মজাদার মুহুর্ত এসেছিল তৃতীয় ওয়ানডেতে। ঘটনাচক্রে ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া যখন কিংবদন্তি এমএস ধোনির সঙ্গে তাঁর কিপিং-এর তুলনা টানছিলেন।
আরও পড🗹়ুন: ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর 2022 T20 WC জয়ী প্রাক্তন নাইটের
ওয়ানডে সিরিজ নির্ধারক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের সময় কিষান প্রতিপক্ষের ব্যাটা🥀রকে স্টাম্প করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাঁর দ্রুত প্রচেষ্টা ভারতকে উইকেট দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। কারণ সেই ব্যাটারের পা বেল ফেলা๊র আগেই মাটিতে স্পর্শ করেছিল।
JioCinema-এর হিন্দি ভাষ্যকারদের প্যানেলে ছিলেন প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া। ইশানের আউটের প্রচেষ্টা নিয়ে কথা বলতে গিয়ে আকাশ চোপড়া কিছুটা কটাক্ষই করেছিলেন ইশান কিষানকে। আকাশ ধোনি এবং কিষানের রাঁচি সংযোগের কথা টেনে বলেছিলেন, ধোনির মতো ইশান ততটাও দ্রুত নন। আকাশ ব𝓀লেছিলেন, ‘স্টাম্পিং বা রান আউটের আবেদন করা খুবই বিরল ঘটনা। আমি দেখতে পাচ্ছি যে, ব্য়াটারের পা মাটিতেই আছে। হতে পারো ইশান তুমি রাঁচি থেকে এসেছ, কিন্তু তোমার নাম♍ মহেন্দ্র সিং ধোনি নয়।’
আরও পড়ুন: একেই হার,🐈 তার উপর জরিমানার কবলে ভারত, শাস্তি পেতে হল ওয়েস্ট ইন্ডিজকেও
এর পরে স্টাম্প মাইকে উইকেটের পিছনে কিষা🐲নের একটি মন্তব্য ধরা পড়ে, যেটি প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যের সঙ্গে নিখুঁত ভাবে সংযোগ তৈরি করেছে। কাকতালীয় ভাবে ঠিক তখনই ইশান বলেন, ‘হা ফির ঠিক হ্যায়!’ অর্থাৎ ‘হ্যাঁ ঠিক আছে!’
এই ঘটনায় আকাশের সহ-♔ধারাভাষ্যকর আরপি সিং এবং নিখিল চোপড়া হাসিতে ফেটে পড়েন। এই ভিডিয়োর অংশটি আকাশ নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছ𓂃েন। সঙ্গে টুইটারে তিনি লিখেছেন, ‘ইশান আমরা তোমাকে ভালোবাসি।’ এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এদিকে সিরিজের সেরা হয়েও ইশান তাঁর পারফরম্যান্সে খুশি নন। ম্যাচের পর বলেওছেন, ‘যে ভাবে আমি ফিনিশ করেছি, তাতে আমি খুশি হতে পারিনি। আমার স🍒েট হয়ে যাওয়ার পর বড় রান করা উচিত ছিল। এটাই আমার সিনিয়ররা আমাকে বলেন। আমার ক্রিজে থেকে বড় রান করা উচিত। পরের বার এটাই চেষ্টা করব। মাঝখানে সেট হয়ে বড় রান করাಌর চেষ্টায় থাকব। গত ম্যাচের কথা ভুলে গিয়ে শূন্য থেকে শুরু করা উচিত। আমি বল ধরে ধরে ভাবতে চাই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।