বাংলা নিউজ >
দেখতেই হবে > Rukmini At Her School: 'বিনোদিনী'র প্রচারে নিজের স্কুলে হাজির, কোন স্কুলে পড়তেন রুক্মিণী?
Rukmini At Her School: 'বিনোদিনী'র প্রচারে নিজের স্কুলে হাজির, কোন স্কুলে পড়তেন রুক্মিণী?
Updated: 27 Jan 2025, 07:11 PM IST লেখক Ranita Goswami সেই ফেলে আসা ক্লাসরুম, সেই হল ঘর, সেই বেঞ্চ, সেই ব্ল্যাকবোর্ড। বড় হয়ে যাওয়ার পর, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর হঠাৎ করেই নিজের স্কুল জীবনে ফিরে গেলে যে কেউ হয়তবা আবেগতাড়িত হয়ে পড়বেন। ঠিক যেমনটা হল অভিনেত্র🦩ী রুক্মিণী মৈত্রর সঙ্গে। দীর্ঘ ১৬ বছর পর, নিজের সেই পুরনো স্কুলে ফিরলেন রুক্মিণী। সৌজন্যে, তাঁর নতুন ছবি 'বিনোদিনী: এক নটীর উপাখ্যান' এর প্রচার। কিন্তু কোন স্কুলে পড়তেন রুক্মিণী? ডাকুরিয়া সংলগ্ন কারমেল কনভেন্ট স্কুলের ছাত্রী ছিলেন পর্দার 'বিনোদিনী'। এখন অবশ্য তিনি প্রাক্তনী। তিনি যখন ছাত্রী, সেসময় একদিন সানিয়া মির্জা এসেছিলেন রুক্মিণীর স্কুলে। স্কুলের অন্যান্যদের সঙ্গে দর্শকাসনে ꧋বসে সেদিন তিনি স্বপ্ন দেখেছিলেন একদিন তিনিও যদি এমন মঞ্চে দাঁড়ানোর সুযোগ পান! আর এবার তাঁর সেই বাসনাই পূরণ হল। নিজের স্কুলে ফিরে গিয়ে খুব স্বাভাবিকভাবেই তিনি আবেগতাড়িত হয়ে পড়লেন।