By
Published 5 Mar, 2025
Hindustan Times
Bangla কাজের সফরে পাহাড়ি শহরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী দেবলীনা কুমার।
দেবলীনা লিখেছেন, কাজের জন্য গেলেও, সময় পেলে ঘুরে বেড়ানোর সুযোগ মোটেও হাতছাড়া করছেন না।
কিন্তু কোথায় গিয়েছেন দেবলীনা কুমার?
হিমচলপ্রদেশে গিয়েছেন বলে জানিয়েছেন দেবলীনা।
হিমাচলপ্রদেশ থেকেই পোস্ট করেছেন একগুচ্ছ ছবি।
দেবলীনার এই ছবিগুলি তুলে দিয়েছেন বন্ধু অনীকা।
হিমচলপ্রদেশের ধর্মশালার এক বৌদ্ধ মঠেও ঢুঁ মেরেছেন দেবলীনা।
বৌদ্ধ মঠের বাইরে ও ভিতর থেকে একাধিক ছবি পোস্ট করেছেন দেবলীনা কুমার।
ঘুরে বেড়ানোর ফাঁকে টেস্টি পিৎজাতে মন মজেছে অভিনেত্রীর।
তবে ঠিক কোন কাজে ধর্মশালায় গিয়েছেন, সেই বিষয়টি খোলসা করেননি দেবলীনা।
আরও ওয়েবস্টোরির জন্য ক্লিক করুন…।
caco88