Hindustan Times
Bangla

দ্বীপগুলোই এক একটা দেশ! বিশ্বের ১০ বৃহত্তম দ্বীপ রাষ্ট্র কী কী জানেন

পৃথিবীর বৃহত্তম দ্বীপ রাষ্ট্র গ্রিনল্যান্ড। শীতকারে তুষারে আচ্ছাদিত থাকে এই দ্বীপ রাষ্ট্র।

পাপুয়া নিউ গিনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। 

বিশ্বের বৃহত্তম দ্বীপগুলির মধ্যে একটি মাদাগাস্কার। সবুজ বন, মরুভূমি, নদী, পাথুরে পাহাড় এবং মালভূমিতে ঘেরা এই জায়গা। 

'উদীয়মান সূর্যের দেশ' নামে পরিচিত জাপান। এখানে ৬ হাজারের বেশি দ্বীপ রয়েছে।

ফিলিপাইন দেশটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি। সৈকত, জনপ্রপাত, পাহাড় এবং জীবন্ত আগ্নেয়গিরির হদিশ রয়েছে এই দ্বীপ রাষ্ট্রে।

নিউজিল্যান্ডে রয়েছে গ্রীষ্মকালে ছুটি কাটানোর মতো নানা মনোরম জায়গা। 

গ্রেট ব্রিটেন দ্বীপ রাষ্ট্র বিশ্বের ১০ বৃহত্তম দেশগুলির মধ্যে একটি। 

কিউবা এই ক্যারিবিয়ান বিশ্বের অন্যতম বৃহত্তম দ্বীপ দেশ। পাহাড়ি ভূখণ্ড, সৈকত এবং স্প্যানিশ ঔপনিবেশিক স্থাপত্য় রয়েছে এদেশে।

আইসল্যান্ড দ্বীপ রাষ্ট্রে রয়েছে বড় হিমবাহ এবং সক্রিয় আগ্নেয়গিরি। হ্রদ, সুন্দর জলপ্রপাত এবং নর্দান লাইট, ‘মিড নাইট সান’ও দেখা যায় এদেশে।

ইকো-ট্যুরিজমের হট স্পট বলা হয় শ্রীলঙ্কাকে। বিশ্বের বৃহত্তম দ্বীপ রাষ্ট্রগুলির মধ্যে এটি একটি।

caco88