By Sritama Mitra
Published 24 Mar, 2025
Hindustan Times
Bangla
চিনতে পারছেন দেশের তাবড় এই উইকেট কিপারকে?
সদ্য এই উইকেট কিপারের বোনের বিয়ে হয়েছে। আর এই ছবিতে তিনি রয়েছেন তাঁর বোনের সঙ্গেই! ছবি নিয়ে এমনই দাবি বহু পোস্টের।
এবার কি মুখের আদল দেখে বোঝা গেল.. কার কথা হচ্ছে? দেশের তাবড় উইকেটকিপার তো তিনি বটেই, সঙ্গে ব্যাটার হিসাবেও তাঁর সুনাম যথেষ্ট।
কথা হচ্ছে ঋষভ পন্তকে নিয়ে। আইপিএল ২০২৫-এ তিনি নামছেন সোমবার ২৪ মার্চ ময়দানে। লখনউ সুপার জায়েন্টস টিমের সদস্য ঋষভ।
চলতি সিজনে আইপিএলের প্রথম ম্য়াচের ঋষভের প্রতিপক্ষ তাঁর আগের টিম দিল্লি ক্যাপিটালস।
আইপিএল ২০২৫ সালের সবচেয়ে দামি ক্রিকেটার ঋষভ। তাঁকে ২৭ কোটি টাকায় কিনে নেয় সঞ্জীব গোয়েঙ্কার দল লখবউ সুপার জায়েন্টস।
২৭ বছর বয়সী ঋষভের এই আইপিএল সিজনের দিকে তাকিয়ে তাঁর গুণমুগ্ধ থেকে ক্রিকেটপ্রেমীরাও।
caco88