Hindustan Times
Bangla

২০২৫ সালে শনির কৃপায় দু হাতে উপার্জন করবে এই ২ রাশি! জিততে পারে লটারিও

আর মাত্র ২২ দিন। তারপরই নতুন বছর। 

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন ২ রাশি ২০২৫ সালে আর্থিকভাবে লাভবান হতে চলেছে। 

২০২৫ শনির কৃপায় ২ রাশির জাতক-জাতিকাদের জীবন ফুলে ফেঁপে উঠতে চলেছে ৷

এরা হল কর্কট ও বৃশ্চিক রাশি। এই দুই রাশির জাতক-জাতিকাদের জন্য সামনে রোজগারের বড় সুযোগ রয়েছে। আছে ফাটকা আয়ের সম্ভাবনাও।

শনির মীনে প্রবেশ অত্যন্ত শুভ হবে কর্কট ও বৃশ্চিক রাশি ৷ আড়াই বছরের বাজে সময় কাটবে ২৯ মার্চের পর থেকে।

ব্যাঙ্কে টাকা পয়সা বেশি বেশি করে জমতে শুরু করবে ৷ ব্যবসা ও বাণিজ্যেও অত্যন্ত ভালো সময় আসবে।

আটকে থাকা টাকা হাতে পেয়ে যেতে পারে বৃশ্চিক রাশি। 

অতীতের বিনিয়োগ থেকে লাভ পাবে কর্কট রাশিও। এমনকী, যারা চাকরি করেন, তাঁদেরও কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। 

caco88