By Abhisake Koley
Published 23 Feb, 2025
Hindustan Times
Bangla
ODI-তে এক ওভারে ৫টি ওয়াইড করা একমাত্র ভারতীয় শামি, ৪টি করে ওয়াইড করেছেন কারা?
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে সব থেকে বেশি ওয়াইড করা ভারতীয় বোলারদের তালিকায় চোখ রাখুন।
১. মহম্মদ শামি ২০২৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে এক ওভারে ৫টি ওয়াইড করেন।
২. জাহির খান ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
৩. জাহির খান ২০০৩ সালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
৪. লক্ষ্মীপতি বালাজি ২০০৪ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
৫. আরপি সিং ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
৬. আরপি সিং ২০০৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
৭. জাহির খান ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
৮. জাহির খান ২০১২ সালে ফের শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
৯. ইরফান পাঠান ২০১২ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে এক ওভারে ৪টি ওয়াইড করেন।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন
caco88