Hindustan Times
Bangla

IPL 2025 Purple Cap: বেগুনি টুপির দৌড়ে এগিয়ে রয়েছেন নূর, সেরা ৭-এ KKR-এর কেউ আছেন কি?

আইপিএল ২০২৫-এর ষষ্ঠ লিগ ম্যাচের শেষে সব থেকে বেশি উইকেট নেওয়া ৭ বোলারের তালিকায় চোখ রাখুন।

১. চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ ১ ম্যাচে বল করে সব থেকে বেশি ৪টি উইকেট নিয়েছেন।

২. চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ এক ম্যাচে বল করে ৩টি উইকেট নিয়েছেন।

৩. আরসিবির ক্রুণাল পান্ডিয়া ১ ম্যাচে বল করে ৩টি উইকেট সংগ্রহ করেছেন।

৪. গুজরাট টাইটানসের সাই কিশোর ১ ম্যাচে বল করে ৩টি উইকেট পকেটে পুরেছেন।

৫. মুম্বই ইন্ডিয়ান্সের বিগনেশ পুথুর ১ ম্যাচে বল করে ৩টি উইকেট নিয়েছেন।

৬. দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ১ ম্যাচে বল করে ৩টি উইকেট সংগ্রহ করেছেন।

৭. রাজস্থান রয়্যালসের তুষার দেশপান্ডে ২ ম্যাচে বল করে ৩টি উইকেট দখল করেছেন।

caco88