Hindustan Times
Bangla

দেবের 'কিশোরি' কি প্রেম করছেন? কেমন পুরুষ পছন্দ ইধিকার

খাদানে দেবের নায়িকা হিসাবে নজর কেড়েছে ছোটপর্দার চেনা মুখ ইধিকা পাল, এখন তিনি গোটা বাংলার কিশোরি

খাদানের সাফল্য তাড়িয়ে উপভোগ করছেন ইধিকা, সবার মনে প্রশ্ন ইধিকার জীবনে কি প্রেম এসেছে?

ইধিকা জানিয়েছেন এখন তিনি পুরোপুরি সিঙ্গল, প্রেমে আছেন তবে সেটা খাদানের প্রেমে

ইধিকার কথায়, ' প্রেম করার মতো এখন পর্যন্ত কাউকে খুঁজে পাইনি। কেরিয়ার নিয়ে একটু বেশি ভাবছি, প্রেম করার সময় নেই’। 

কেমন প্রিয়তম-র খোঁজে আছেন ইধিকা? 

ইধিকা জানান, ‘আমি চাই আমার প্রেমিক মন থেকে ভালো হোক, ভালো মানুষ- ভালো হোক এবং সবাইকে মন থেকে সম্মান করুক।’

প্রেম করেই বিয়ে করতে চান ইধিকা। অচেনা মানুষের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নিতে পারবেন না

caco88